শ্লেটে জীবন গল্প গাঁথা
চকের দাগে মন,
দিদিমনির স্বরলিপি
আটকে থাকা ক্ষণ।


ঘন্টা বাজে সময় শুনে
ক্লাশের পরে ক্লাশ,
উনিশ মাঝে বিশের আভা
হলেই সর্বনাশ!


ছুটির পরে হাঁটু জলে
নাইতে কোলাহল,
পাখীর বাসায় পাখী ছানা
খুঁজতে হবে চল।


দিনের শেষে পড়তে বসে
ঘুমু ঘুমু চোখে,
ফাঁকি দেবার নেই যে উপায়
আড়চোখে মা দেখে।


পড়া হলো, রোজারি হলো,
রাতের খাবার এলো,
করলা, কুমডো, মূলা, গাজর
কি করে খাই বলো?


ঘুমের ঘোরে দেখি স্বপন
মায়ের গল্প শুনে,
অনেক বিদ্যান হবো আমি
'তারা' বলছে কানে।


সত্য পথে, দিবস-রাতে
বিদ্যালয়ের ছবি,
গুরুর দীক্ষা বক্ষে ধারণ
আজ হয়েছি কবি।


মেরিল্যান্ড ০৩/২১/২০২৪