(নারী দিবসের কবিতা)
আমাদের একটা নদী আছে, ঘাট আছে
আছে নৌকার ঘর, নরম বিছানার আসর,
সকালে সূর্যালোকে খেলা করে ভ্রমর,
শিশির সিক্ত পাতায় কস্তুরীর নির্যাস,
সবুজ ফসলের মাঠে ভোরের রাগের শেষে
তোমার অনুভবে লজ্জাবতী চোখ মেলে বলে,
'এসেছো তুমি, তোমার মতো করে। '


একজন কবি, একটি ক্যানভাসে আঁকে
ময়নার জীবনের অজানা উপন্যাস,
মেধার গহীনে তার বসবাস, ছবি আঁকে
মিষ্টি কণ্ঠের গান, নৃত্যের ছন্দে তুলে ঝড়,
আপন পৃথিবীতে থেকে খুঁজে আনে,
কবির সহজাত কাব্যিক শিরোনাম।


জীবন যুদ্ধে জয়ী তুমি
কবি'র হয়ে সেই তো তুমি।


মার্চ ৬,২০১৮