(আজ ৫০তম করিতা পোস্ট করলাম। তবে এটা কিন্তু কবিতার আদলে পড়ে না। বাংলা কবিতার সকল কবিদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ। ভুলবশতঃ কারো নাম বাদ পড়ে থাকলে ক্ষমা করে দিবেন, এই অধমকে। আপনাদের সুবীর)


অরুন কারফা,
এক নামে তাকে চিনি
আমাদের বড় দা।


কবীর হুমায়ুন
কবি ঘরে তাঁকে ছাড়া
পান ছাড়া যেন চুন।


আলোর পথযাত্রী(চন্দ্রশেখর)
অসাধারণ কাব্যপ্রেমী
আহঃ কি তুখোড়।


মহারাজ
হুকুম করুন জাহাপনা
তবে কাজে যাই।


স্বপ্নবাজ
স্বপ্ন দেখতে চলে আসি
যতোই থাকুক কাজ।


মোজাম্মেল হক( কো মন)
তাঁকে পাই, পরশ পাই
যখন-তখন।


সাইদুর রহমান
কবিতাই তো তার
জানের জান।


মো: আনোয়ার সাদাত পাটোয়ারী
কবিতা তো নয় যেন
মিস্টি পান-সুপারী।


মুজিবুর রহমান মুনীর
কবিতা তো নয় যেন
সুস্বাদু পনীর।


সুদীপ তন্তুবায় (নীল)
কবিতার রশ্মি
কবিতায় ঝিলমিল।


সন্দীপ নস্কর
খুব ভাল লিখে দাদা
নয় লক্কর ঝক্কর।


খান ভাই
যা চাই
তাই পাই।


আহম্মেদ রফিক
হুজুর হলেও
কাব্যে বেশ রশিক।


বিমূর্ত অনুক্ষন
পাশে থেকো
সারাক্ষণ।


সৌখিন কবিতা পাঠক
সব কবিতা পাঠ করবে
যেন কবিতার ঘটক।


ইন্দ্রলেখা ভট্টাচার্য্য
চাই তার
সাহচার্য ।


মিমি
কবিতা দিয়ে বানিয়ে রাখবো
মমি।


অহনা
কবির হাটে কিনতে পারি
তোমার জন্য গহনা।


অর্বাচীন স্বজন
তোমার মত দরদী
আছে ক'জন?


রিয়াদ পাটোয়ারী
বল, কি করতে পারি?


সাগর কাজী
তোমার জন্যে লক্ষ টাকা
ধরতে পারি বাজী।


সুশীল রায়
কবিতায় ঝড় তোলে কবিতায় গায়।


নাইবা গেলো জানা
আমি জানি তোমায়
নই তো কানা!


সরকার মুনীর ভাই
সব সময় কাছে পাই।


মুক্তি আর প্রেম মানুষের জন্যে
নিয়ে হও ধন্য।


রোদের ছায়া ( মৌসুমী)
আসল নামটি বলে দিয়ে
বাড়িয়েছ মায়া।


আমাদের ডাকু নয়ন
দেখি তাকে ক্ষণে ক্ষণ।


আবু মোবারাক মহম্মদ ইবরাহিম
এই গরম এই হিম।


অধীর কুমার সিনহা দাদা
টক-মিস্টি-ঝাল আদা।


ডিজিটাল কবি
অত্যাধনিক ছবি।


মৄত্তিক মাসুম
ছাড়বনা কবিতা
এই করলাম কসম।


গাংচিল
কবিতার ক্ষেত্র যেন
চলন বিল।


আসাদ রুবেল
কবিতায় সব পাই
পাই আরও কদবেল।


বাণীব্রত কুণ্ডু
অসাধারণ কবিতা
গোড়া থেকে মুন্ডু।


তরুন তুর্কী
যাও এগিয়ে
ভয় কি?


ঋষি ও এস কে আই আলী
কবিতার মালিক আর
কবিতার মালি।


অতৃপ্ত সকাল
সকাল-দুপুর-বিকাল
ও অনাদীকাল।


সুদীপ রায়
সে তো আমাদের বড় ভাই।


মেঘলা আকাশ-অগ্নিপুরুষ
সব সময় মাঘ-পৌষ।


সাবলীল মনির আর আর্য
যেন সকালের সূর্য।


InsigniaIIসৌভনিক ও Insigniaইনসিগনিয়া(অভি)
জাঁদরেল কবি।


মামনি দত্ত
আমি তার কবিতার
এক নম্বর ভক্ত।


বাউন্ডুলে ও ত্রিচরণ
কবিতার রেখো গো স্মরণ।


মহিউদ্দিন হেলাল কবি
কবিতা লেখাই তার হবি।


মোঃ মাহাবুব আলম (অপু) ও আজাদ আলম
বেঁচে থাকুক কলম।


কবি শান্ত
লিখতে লিখতে ক্লান্ত।


সৈয়দ জাহেদ হোসেন, অরিত্র গুপ্ত
লিখে পাকা পোক্ত।


রুম্পা শিমুল ও রিপন গুণ
সারা ক্ষণ গুনুর গুন।


নাজমুন নাহার-মোহাম্মদ আজিজুল হক রাসেল
লিখো কবিতা বাজছে হুইশেল।


আনিশা ও সোমা ঘোষ
এই সর্বনাশ এই পোষ।


সরকার মুনীর ও রিয়েল আবদুল্লাহ আল মামুন
নয় যেমন তেমন।


ইন্দ্রজিৎ সেনগুপ্ত ও আসিফ আন্দালিব
যেন কবি মির্জা গালিব।


রাহাগীর ভাই
যেন সব সময় পাই।


আহমাদ সাজিদ (উদাস কবি)
তুমি তো ভোরের রবি।


হাদী রকিব -নাদিম ভাই
এসো ক্ষেতে কলম চালাই।


লুৎফর রহমান-মাহমুদ আল মেহেদী
কবিতার নদ-নদী।


এ,বি,এম, সাব্বির ভাই
এই আছে এই নাই।


কিংশুক-লুৎফর রহমান
বাংলা কবিতায় বহমান।


বাদ পড়েছে অনেকে
পাওয়ার কমে যাচ্ছে
চোখে।


শেষে আমি সুবীর ভাই
ছন্দ-মাত্রার বালাই নাই।