আধশোয়া রাত্রিতারার মিছিলে একা পথে
আচেনা ঝিঁঝিঁ পোকাদের ডাকে ভাঙ্গে ঘুম,
টেবিলের উপরে বাইবেল, রোজারী মালা
ভন ভন করে অসভ্য মাছি,
পিলাতের কন্টক শোভিত মুকুটের
আবারও নিষ্ঠুর সৈনিকের বাটের আঘাতে
রক্ত্ ঝরে বিছানা-মেঝেতে!


সন্যাস জীবনের অনাকাংখিত সময়ে
শকুনের থাবার ক্ষত-বিক্ষত মন
লজ্জাবণত যীশুর ছবি
খসে পড়ে দেয়াল থেকে!


পশুদের নগ্ন উল্লাসে আধশোয়া রাতে
তান্ডবলীলায় ছড়ানো ছিটানো
পবিত্রতার জলসিঞ্চন ভূমে,
মালোপাড়ার ঐ ছোট্ট পল্লী তীরে।


রাতগুলো থাকে জেগে আচেনা গন্ধে,
আকাশে উঠে না তারা
নগ্ন তান্ডবের পৈচাশিক ভেলায়,
কোন এক মালোপাড়ায়।


০৭/২৩/২০১৪