আলোকের গহীনে চন্দ্রীমার ভরা জোয়ার,
কাক তাড়ুয়ার ছায়া জমে থাকে
এক পসলা হিসেবী জমি
অংকুরিত ফসলে সঙ্গমের আরাধনা।


জোনাকীরা নিরালায় নিশি কাব্যের খাতায়
ক্লান্ত দেহের পথিকের ঘুমন্ত কাহন,
ভয়ার্ত মানবের দক্ষিণার দায়ে
জেল খাটে মানবতা উজান বানে।


মেঘগুলো গিলে খায় ভাঙ্গা ভাঙ্গা আলো,
নিকশ কালোয় করে ভর,
মধ্য রাতের ভাঙ্গা চাঁদের আলো।


০৮/০১/২০১৪