আজি দিয়েছে ডাক কোন সেই অবেলা;-
চলে মুক্ত বিহঙ্গে অজস্র প্রজাপতি,
তারার সাথে সন্ধ্যা মাতিয়ে মুগ্ধ খেলা,
কাব্যলোকে তব জপি, তুমি দিব্য জ্যোতি।
তোমারই নামের ধ্যানে এই দিবসে,
ফুলে ফুলে ভরা ডালা সাজিয়ে তরুণী,
মেঘের আভার চন্দন তিলকে হেসে
আলতো ছুঁয়ায় ভালোবাসার ধরনী।


সময় গিয়েছে চলে আজ বহুদূরে;-
নাটোরের চাঁদের আলোয় যজ্ঞালয়ে
পুস্পিত শ্রাবণের সিক্ত-শান্ত দুপুরে
নিয়েছিনু আসন পেতে আপন লয়ে।
কোলকাতা, আকাশে-বাতাসে এক সুর,
নাটোরে সন্ধ্যে হলে, হয় গো সেথা ভোর।


০৮/১৬/২০১৪