দেহত্বত্ত্বের বাগান ফুলের সুবাসিত অন্তরে
বাস করে অংকিত সময়ের ছবি,
বিলাসিত জীবনে অসাবধানতা বাসা বাঁধে
দিন ফুরালে দেনা-পাওনার হিসেব-নিকেস
না পাওয়ার কষ্টেরা করে খেলা
নরম বিছানার আগোছালো মঞ্চে।


অনাহারী মানুষের দেবতাবিহনে কি লাভ?
স্ঞ্চিত আগামী দিনের শান্তির মোহ
ভর করে আধপেটে জলের উপরে,
হোক না, ছিন্ন বস্ত্র, হতাশার ছবি,
তবুও আশা, বুক পেতে রয়
আগামী দিনের ভগবানের নেমন্তন্নের আশা।


০৮/১/২০১৪