ধূমপান করে পান, রোজ গায় নানা গান
না খেলে আনচান, ক্ষয়ে-পুড়ে শেষ জান,
চা-পান-সিগারেট, সম ক্ষতি, সম রেট,
খেলে কি ভাই ভরে পেট? বঊ করে ক্যাট ক্যাট।
জনে জনে বিড়ি ফুকে, কোন সুখে, কোন দুখে,
নিকোটিন ভরা মুখে, এই কথা বলি কাকে?
পোলাপানে সুখে টানে, টানে কেউ গানে গানে,
কবি জানি কোন ধ্যানে, একা একা আনমনে!
ধোঁয়া ভাসে বাতাসে, কারও মুখ ফ্যাকাশে,
কেউ হাসে কেউ কাশে, থাকে যদি খোর পাশে।
পান-হুক্কার একই গুন, সাথে যদি থাকে চুন,
দাঁতে বাসা বাঁধে গুন, দিনে দিনে বাড়ে লোন!
ক'টা বিড়ি টানো দিনে? হিসেবটা দেখ টেনে,
ব্যালেন্সটা নাও চিনে, নিষেধটা নাও মেনে।
সদরঘাটের পানের খিলি, খায় রুম্পা-খায় মিলি,
মুখ ভরা রং তুলি, চিকা মেরে দেয়ালে ফেলি।
বিড়ি তুমি খাও ক্যান? বলে, ওরা বেচে ক্যান?
বলে বলে মুখে ফ্যান, জবাব দেন জবাব দেন।
বিড়ি খাবি? তো নে খা, মারা যাবি? তো মারা যা,
মর ব্যাটা তামাক খাঁ, যা দশ হাত দূরে যা।


০৯/০৩/২০১৪