(লোক সঙ্গীত শিল্পী অনিমা দি'কে)


ঊষার আকাশে নব প্রত্যাশিত আলো;
ক্রন্দিত ভূমে ভূমিষ্ঠ চাঁদখানি জ্বলে,
পাখীর কলরবে ডানায় মেখেছিলো,
এই বুঝি কেউ এলো মুখে রাগ তুলে।
নিখাঁদ জলধারা ভজনালয়ে ছুটে;
ঠুমরী-ত্রিতালে মুগ্ধ পথিক দাঁড়ায়ে
সা-রে-গা-মা, নি-সা-ধা-পা-মা তিলক এঁটে
পায়ে পায়ে হেঁটে যায় গান দাঁড় বেয়ে।।


আকাশে আজি উঠিল বীনার ঝ্ংকার;
বুদ্ধা মনে চকিত চাহনী মুগ্ধ ধ্যানে,
খোদার নিপুন হস্ত ছাপি অবতার,
কাঁপে কুঞ্জে গ্রহ-তারা লোকধারা গানে।
লালন-সাঁইজীর গুরু দক্ষিণা লয়ে,
দেহত্বত্ত্বে চলে প্রান, ধীরালয়ে বয়ে।।


১০/০৩/২০১৪