রেল লাইন ঘেষে ধূমায়িত আশারা,
খোলাকাশে ভেসে বেড়ায় বাঁধাহীন,
চোখের পলকে উড়ে বেড়ানোর দৃশ্য,
হাতের ছোঁয়ায় দিক-বিদিক ছুটে চলা
কিন্তু, হাতের মুঠোয় আগলে রাখা বড়ই কঠিন।


সকাল-সন্ধ্যা রেলগাড়ির আনাগোনা,
ঝিকঝিক শব্দে মন চলে যায় ঠিকানাবিহীন প্রান্তরে,
এপ্রান্ত থেকে ঐ প্রান্তে রঙ্গীন সূতোর টানে,
অবাস্তব জীবনে কাউকে ঘর বাঁধার স্বপ্নে,
রেল লাইন ধরে বহুক্ষণ হাঁটা,
হাসির ফোয়ারে ক্ষণিক মন ভিজিয়ে নেয়া,
সস্তা দামের সিনেমার টিকিটে টাকার শ্রাদ্ধ করে
অবশেষে ইটালি হোটেলে নিরামিষ ভোজন!
স্বপ্নের মাঝে বাস্তবতার অবাধ যাতায়াত,
পুলিশের ডায়রীতে লেখা নাম,
তালিকার শীর্ষবিন্দুতে!


রেলগাড়ি আসে, রেলগাড়ি চলে যায়,
মাঝখানে পড়ে থাকে চাপা হাসি-কান্না,
সুখ-দুঃখের হাজার পংতিমালা।
চিত্রনাট্যে-গানে, সংলাপে,
মুগ্ধ দর্শকের হাততালি,
হাসি মুখে বাড়ি ফেরা।


শুধু রেল লাইনের পাশে পড়ে থাকে,
অচেনা দীর্ঘশ্বাস!


১০/১৪/২০১৪