(কবি রুদ্র'কে)


না হয় সঙ্গী হতাম কিছু দিনের লাল-সবুজে!
কবিতায় জ্বালাতাম দ্রোহের আগুন,
দেশের পতাকা মাঝে এঁকে দিতাম বিজয়ের ছবি,
সোনালী প্রান্তরে ঘাসের সনে যেমন প্রজাপতি
তারার সঙ্গে সবুজের মিলন মেলা।


যে আগুন দেখেছি কাব্যে-শব্দের সুরে,
আগুন দেখেছি দুঃখের দাড়িতে,
সে আগুনে দেখেছি বেঁচে থাকার স্বপ্ন!
আমার কবিতায় খুঁজি তোমার ছায়া,
রক্তে রাঙ্গানো ইতিহাস, কংকাল মুখের হাসি,
বেঁচে থাকার ছেঁড়া বস্ত্র, এঁটো ভাত।


আমার কাব্যে আজ তোমার বসন;
প্রখর রোদের স্নেহমাখা ছায়া,
আগামী দিনের স্বপ্ন, সোনালী দিন
ঝড়ের রাতের অভয়ের বাণী
একটি জাতির তরী।


আমি সেইদিনের ভোরের অপেক্ষায়;
যেদিন কবিতার ভীতরের প্রান আবার গাইবে,
'জাতির পতাকা আজ খবলে ধরেছে সেই পুরনো শকুন!'
শকুন তাড়ানোর কবিতা, আবারও চাই,
চাই লাশহীন একটি বাংলাদেশ।


১০/১৭/২০১৪