শিশির ভেজা ভোরের আঙ্গিনায় সোনালী প্রভা
নিমগ্ন ধ্যানে, নব গানে, মনে-প্রানে নতুনের আভা।
দেখেছি তোমার অমানিশার রাতে আলোক হাতে,
বিশ্বলোকে তোমার মহিমায় আজি এ প্রভাতে।
১।
জগতে কি আনন্দ, বিভেদ ভুলে সকলে,
আকন্ঠ সুধা পানে সিক্ত নদের পুন্য জলে।
হৃদয় গহীনে বাজে তারই মহিমা গান
তোমার আগমনে জাগ্রত পাপিষ্ঠ এ প্রাণ।
২।
এসো গো দুয়ার খুলে সোনালী ভোরে,
দাঁড়িয়ে দয়াল রাজা রিক্ত হস্তে দ্বারে।
এসো করি জয়, হিংসা-বিদ্বেষ-পরাজয়,
তাঁরই হস্তের তালুতে সবে, নাহি ভয়।


১১/১৪/২০১৪