নির্ঘুম রাতে মগ্ন নিপুন কারিকর;
তালপাতার পরে নিঁখোদ চিহ্ন আঁকা
বৈশাখীর হাওয়ায় চিরচেনা বর,
অবগাহনে মম চিত্তে রবে না একা!
ক্লান্ত নয়নে ভাসে মুগ্ধ আশার ভেলা;
আপন ঘরে ভরিবে ডানা-কোলাহলে
আচমকা আকাশে কালো মেঘের খেলা
সহসা আঘাতে ভাঙ্গে, বাঁধ ভাঙ্গা জলে!


খসে পড়া পালকের নীরব কাঁদনে;
উঁকি দেয় তপন নব বারতা লয়ে,
নব উদ্যোমে তব মুক্ত বিহঙ্গ সনে
নব জীবনের খোঁজে, সুবাতাস বয়ে।
চলে ফের নব উল্লাসে দৃঢ় প্রত্যয়ে,
ভাঙ্গা-গড়ার খেলায় যাবে তরী বেয়ে।


০৫/২৬/২০১৫