গানের সুরে যাদু ছিল
মনের ভিতর কল্পনা,
বাঁধলে কেমনে এমন সুধা
ভালোবাসার আলপনা?
অস্থায়ীতে দেখা হলো
অন্তরাতে আলাপন,
মিশ্রতালে সুপ্ত কথা
রাত নিশিতে নিমন্ত্রণ।
গানের কথায়, মনের পাতায়
শব্দ মালার বন্ধনে,
ঘাটতি গুলো কবি গুরুর
জোড়াসাঁকোর ব্যঞ্জনে।
দ্রুতালয়ের ঝলকানিতে
উঠল জেগে বজ্রপাত,
একটি সুরেই বার্তা দিলো
নতুন আলোর সুপ্রভাত।
মেরিল্যান্ড জুন ২৭,২০২৪