আয়নার ভিতরে প্রতিচ্ছবি
আমার ভিতরে আমি,
অংহকারের ছন্দ-মাত্রা
তুচ্ছ না-কি দামি?


পরকে আমি ভাবি না পর
ঘরকে ভাবি ঘর,
নরের ভিতর নারীর আভা
নারীর ভিতর নর।


জয়ের ভিতর কষ্ট থাকে
নষ্টের ভিতর ভ্রষ্ট ,
দোষের ভিতর দোষী থাকে
সবই মানব সৃষ্ট।


জীবের ভিতর মরণ থাকে
ধরণ ভিন্ন ভিন্ন,
লক্ষ্য হীনা তুমি-আমি
যোগ ফলাফল শূন্য।


দিনের মাঝেই রাত্রি থাকে
কালোর ভিতর আলো,
দৃষ্টিভঙ্গি পাল্টে দেখো
জগৎ সবই ভালো।


ধর্মের ভিতর বাড়ছে ভেজাল
কর্মের ভিতর দ্বন্দ্ব,
কবির কাব্যে সত্য ভাষণ
বলুক লোকে মন্দ!!!!


মার্চ ৯, ২০১৮