কবিতার নায়িকা গেছে মরে আঁতুর ঘরে,
শূন্য ঘরে পোকা-মাকড়ের বসবাস
উনুনে ফুটন্ত পানিতে শেষ বিকেলের আলোয়
বিদায়ের সূর্য বলে, এবার যাই
অন্য কোনো দেশের আলোয়!


পাতা থেকে ঝরে পড়ে ফোঁটা ফোঁটা কান্না
বৃষ্টিস্নাত লজ্জাবনত গাছের আড়ালে
বুনো শালিকের রৌদ্রস্নানের প্রত্যাশা
দেবে কি আলো তুমি, আলোক দেবতা?
জেগে উঠুক এক মুঠো আশা
নিরাশার আবরণে!


ফের কবিতার ভ্রণে অঙ্গুরিত তুমি-
কবিতার মোড়কের পালে উড়াবে,
'নতুন আলোর রৌদ্রস্নানে',
একটি কবিতার সনে।


ফেব্রুয়ারী, ১২, ২০১৮