দয়াল তোমার চরণে দিও গো আমারে ঠাঁই
তুমি বিনা জগত-সংসারে শান্তি নাই।
দয়াল হে আমার, প্রভু হে আমার,
দীন-পাপী আমি, তোমাকে চাই ।
আমার মন-গভীরে তোমার পরশ পাই।

দেশ-দেশান্তরে দেখি আপন শত-সহস্র জন,
তাই তো তোমার লাগি তৃষিত আমার মন।
তুমি ছাড়া জীবনে মোর গতি নাই,
দিও গো দয়াল আমার তোমার চরণে ঠাঁই।

ভুল পথে চলি তব চলি ভুল রথে,
দয়ালের মর্ম বাণী নাই যে আমার সাথে।
নষ্ট আমি ভ্রষ্ট আমি তবু তোমাকে চাই,
শুভ্র বসনে সন্যাসী বেশে সাধনের পথে যাই।

দয়াল হে আমার প্রভু হে আমার
আমার মন-গভীরে তোমার পরশ পাই।

মেরিল্যান্ড জুন, ১০,২০২৪