উঠেছে চাঁদ, জ্বলেছে বিজলি বাতি।
আলোকিত চারিদিক, অন্ধকারের ইতি।
অন্ন নেই, বস্ত্র নেই, নেই সুখ-স্বাচ্ছন্দ্য।
ওরা কি পেয়েছে ওদের জীবনের ছন্দ?
ধনে-জনে বলীয়ান যারা আজ,
মানবিকতা  ত্যজি, করছে তারাই রাজ।
আজকে যারা এই প্রগতির কারণ।
তাদেরি সকল সুবিধা ভোগে বারণ।
আজ আমরা যাত্রা করছি মহাকাশযানে।
কভু কি ভেবেছি ওদের জীবনের মানে?
কত সম্ভাবনা রোজ হচ্ছে পদদলিত।
পায় না তারা সমাদর, হয় অবহেলিত।
এ কি সেই দেশ যে দেশের স্বাধীনতায়-
কত বীর দিল আপন প্রাণ নির্দ্বিধায়।
এ কি সেই নেতাজীর স্বপ্নের ভারতবর্ষ?
পরাধীনতাতেও যা ছিল মানবিকতায় উৎকর্ষ।
আমরা তরুণেরা স্বার্থপরতা ত্যাজি।
ওদের শান্তি দিতে শপথ করি আজি-
তৈরি করতে এক নতুন উন্নত দেশ,
যেখানে ওরাই নেতা, ওদের কথাই শেষ।
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
(আমার বাবা শ্রী সুভাষচন্দ্র মজুমদার ও
বন্ধু সন্দীপ বিশ্বাসকে এই লেখায় সাহায্য
করার জন্য ধন্যবাদ)