তুমি বড় খেয়ালী, বুঝি না তোমায়!
তুমি যা করতে মানা কর,
আমি করি না।
তাও তুমি আমার পরে রাগ কর!
তুমি যা চাও, আমি তাই করি।
তবু মন পাওয়া যায় না তোমার!


তুমি বড় অদ্ভুত, বুঝি না তোমায়!
তুমি আমার খোঁজ নাও না।
তবু যখন আমি তোমার খোঁজ নিই না,
তুমি আমার পরে রাগ কর!
তুমি আমায় পাত্তা দাও না।
তবু আমি পাত্তা না দিলে-
তুমি আমার পরে অভিমান কর!


তবু তোমায় আমি ভালবাসি।
আমার পরে রাগ করার জন্য-
তুমিই তো আছো!
অভিমান করার জন্যও-
একমাত্র তুমিই আছো।
তুমিই মোর প্রিয়তমা।।