কেউ বারবার এক কথা বললেও
আমি বিরক্ত হই না,
আমি জানি ঐ একই কথা থেকে
বিরত না করতে পারা টা
আমার অক্ষমতা।


আমার সেই অক্ষমতাকেই
তাল লয় ছন্দের মধ্যে খুঁজে পাই,
যে তাল, লয়, সৃষ্ট সংগীত
বাউলের একতারা হয়ে, একটানা বেজে চলে
আদিবাসী নৃত্যের মাদলের বোলে।


সেই একই ছন্দের অনুরণনে
উল্লসিত ঝরণা ওঠে নেচে,
গম্ভীর সুউচ্চ পর্বত মালা অসীম আনন্দে,
দীর্ঘায়িত ক'রে সেই অনুরণনকে,
পৌঁছে দেয় দূরে, বহুদূরে-
অরণ্যের প্রত্যন্ত প্রান্তরে।


মহুয়ায় মাতাল হয়ে
সুরের অবিরত ঝংকারে
হৃদয়ের সুপ্ত বেদনা, চূর্ণ বিচূর্ণ করে
জাগ্রত হয় মধুরেণ।


নিয়ন্ত্রণহীন শরীরের ধমনীতে
আবেগের স্রোতে, আমি যাই ভেসে,
স্বপ্নাবিষ্ট আমি গভীর নিদ্রার মাঝে,
খুঁজে পাই নিজেকে, নক্ষত্রের জনারণ্যে।


বাতাসে ভাসা বসন্ত উৎসবের গন্ধে,
কোথায় হারিয়ে যাওয়া উচাটন মনে,
আমিও মাতাল হই চন্দ্রিমার রাতে,
শুনতে পাই মৃদু মাদলের বোলে, অবচেতনে,
নিজেরই সৃষ্ট কবিতায় বেজে চলে,
অসীম আনন্দে তালে তালে, বারেবারে,
দ্রিম দ্রিম দ্রিম দ্রিম...........