আমি ভালই আছি
খারাপ তো নেই, কে বলল?
ভালোই আছি, শুয়ে বসে কবিতা লিখে,
মনের যত যন্ত্রণা সব উগরে দিয়ে,
ইচ্ছে মনের জানলা খুলে পালিয়ে গিয়ে,
ভালোই আছি।


শুধোয় সবাই, কেমন আছেন?
একটু হেসে ভালো বললেই পূর্ণ আশা,
বিস্তারিত শোনার সময় তাদের কোথা?
জীবন মানে নীল সমুদ্রে ভাসে ডিঙি,
সেই ডিঙিতেই দুলতে দুলতে বলছি আমি,
ভালোই আছি।


শুকনো গাছে, নতুন পাতার ফিস্‌ফিসানি,
কোকিল ডাকে, বিধুর মনে ধুকধুকানি,
আকাশ পথে, কাটা ঘুড়ির ছটফটানি।
নয়ন ভরে দেখি জগৎ আনন্দময়,
রঙধনুষের রঙ নিয়ে তাই লিখছি আমি,
ভালোই আছি।


কোথায় যেন হিতের ঘরে বজ্রপাত,
কার বিহনে হৃদয় জুড়ে রক্তপাত,
অতিত যদি বর্তমানের দোরগোড়ায়,
দীঘল নয়ন, নীরব ভাষায় জবাব চায়?
আবছা আলোয়, কি দেব তার জবাব খানি,
চাইবে কি সে শুনতে, আমি ভালোই আছি?