রঙিন স্বপ্ন যখন হেঁটে হেঁটে, এসে কড়া নাড়ে,
হটাৎ পাওয়া কে সন্দিগ্ধ মনন,
বিহ্বলতায়, বিশ্লেষণে, ঠেলে দিয়ে দূরে, বহুদূরে,
আকাশের নীল নীলিমার শূন্যতায়-
স্বপ্নকে বারংবার, স্বপ্নে দেখেই আশাহত থাকে।


অমূল্য সময় গুলো পাখা মেলে,
উড়ে যায়, মেঘের ভেলায় চড়ে, ভেসে ভেসে-
ছোট্ট ছোট্ট কথায় কথায়,
অন্তরের আক্ষেপের মালা গাঁথা হয়,
অশ্রুসজল চোখে, নির্নিমেষ অপেক্ষায় বসে।


সময় দীর্ঘ থেকে দীর্ঘতর, অলস দুপুরের রোদে,
ব্যার্থতার গ্লানি দিয়ে, নিজেকেই ক্রুশবিদ্ধ ক'রে,
একলা হাঁটার মাঝে, বিদ্রুপের তির এসে বেঁধে।
অতিতের সুখ স্মৃতির সতত বেদনায়,
বসে ভাবে-
কত তীব্র শ্লেষ আছে, বসন্তের কোকিলের ডাকে।