কালের যাত্রাপথে কে তুমি পথিক?
একলা চলেছ কেন চিন্তা অহেতুক?
পথের দুপাশে দেখ সূর্যমুখী প্রাণ
খুশিতে দোলায় মাথা নবীন যৌবন,
অসীম অম্বর মাঝে আলোকের পথ
নিঃশব্দে চলিছে ছুটি আমৃত‍্যু শপথ,
বলাকা মনের সুখে মেলেছে পাখনা
সমুদ্র পেরিয়ে যাবে আজন্ম বাসনা।


ভুল পথে কোন ভ্রমে অজানা ভ্রমণ?
কোন সে অজ্ঞাত প্রাপ্তির আশা বিলক্ষণ?
নানা রঙে প্রজাপতি উড়ন্ত আলপনা
অনন্ত খুশির পথ শুধু কি কল্পনা?
নির্ঝরের উল্লাসে চলা ক্লান্তিহীন পথ
স্রোতস্বিনীর যাত্রাপথ সাগর সঙ্গম।
আকর্ষণ বিকর্ষণই যদি আদি অন্ত জ্ঞান
ইচ্ছার অগস্ত‍্য যাত্রায় সুপ্ত, কোন অভিমান?


ঢেউ এর প্রাবল‍্য কেন বালুচরময়?
সুস্পষ্ট অভীপ্সা কখনও চোরাবালী হয়?
অণু পরমাণু বোধে ব্রহ্মাণ্ড অনন্ত অপার
জীবন সমুদ্রতটে তবুও উথালপাথাল।
ভ্রমর অজান্তেই করে প্রাণের সঞ্চার
মধুময় জীবনেই কি অনন্ত ভ্রষ্টাচার?
ক্ষুদ্র এ মানব জীবন সুখ শান্তি চায়,
অজান্তেই তাও কেন, শুধু হায় হায়।