বসন্ত চলে গেছে চৈত্রের সাথে,
তাও এই বৈশাখের দাহনে, রাত্রি শেষে
যদি কোকিলের ডাক শোনা যায়, মন্দ কি?
একটু হলেও,
মনের সজীবতা মাথা চাড়া দিয়ে
হারিয়ে দেয় প্রকৃতির যাবতীয় হিসেবকে।


কিছুক্ষণের জন‍্য হারিয়ে যাওয়া
কুহু কুহু স্বরের মোহজালে আবৃত ,
নব পল্লবের বিস্ময়াবিষ্ট প্রথম দৃষ্টির পৃথিবীতে।
এই ঘোর কাটতে না কাটতেই,
শিমুল পলাশের রঙে রঙিন বনবীথির স্মৃতি
ভুলিয়ে দেয় সারা রাত ব‍্যাপি গ্রীষ্মের দাবদাহকে।


হাঁসফাঁস করা বৈশাখের তপ্ত প্রভাতেও
কল্পনার মেঘের হাত ধরে, ইচ্ছে হয় ডানা মেলে
শ্বেত বলাকার মতো, দিগন্ত বিস্তৃত ঘনঘটায় উড়তে।
ঋতুর অবিসংবাদী প্রভাবের সাথে তাল রেখেও-
ইচ্ছে প্রবলতর হয় বাদল দিনের অপেক্ষায়,
প্রকৃতির অনুগামী হলেও, মনটা যে একান্ত নিজেরই...


[ এই আসরের সম্মানিত কবি শ্রীযুক্ত বোরহানুল ইসলাম লিটন এর ১০/০৫/২০২৩ এ লেখা কবিতা
"টুকরো কথা - ২৩ ( এক পৃথিবী ও তুমি)"
কবিতাটি পাঠে উদ্বুদ্ধ হয়ে এই কবিতাটি লেখা।
এই কবিতাটি, কবি শ্রীযুক্ত বোরহানুল ইসলাম লিটন কে উৎসর্গ করলাম। ]