ধূপছায়া পুকুরের মাছরাঙা পাখিটি
কুহু কুহু মিঠে তান রোদ্দুর মিষ্টি,
কামনার চোরাস্রোত বাসনার ঘরখানি
শিমুল পলাশ বনে ফিসফিস কানাকানি,
বসন্ত এসে গেল।


মৃদু আলো মৃদু ছায়া মোহময় ছেলেবেলা
কুঁড়েঘর আটচালা, কচিকাঁচা পাঠশালা,
সব পেয়েছির খেলা মুখরিত সাঁঝবেলা
কোপাই এর তীর ধরে সোনাঝুড়ি হাটমেলা,
বসন্ত এসে গেল।


আদিবাসী মাদলের দ্রিম দ্রিম মৃদু বোল
মহুয়ায় রসেবশে বনবিথী টলমল,
নানা রঙে মুখগুলো উচ্ছ্বাসে ভেসে গেল
পাটভাঙা সকালের প্রস্তুতি মহাদোল,
বসন্ত এসে গেল।


বাঙালির মনে মনে বাউলের সুরেসুরে
গানের ছন্দে দোলে চুপি চুপি অভিসারে,
চাকভাঙা মধুময় জীবনের তাল লয়
ঝকঝকে রোদ্দুর সোনা মেখে ঝলসায়,
বসন্ত এসে গেল।