দেশের কথা দশের কথা
অনেক কিছু গোপন কথা
গিলছি বসে রোজ,
এমন কিছু অতীত কথা
গুমরে মরা মরণ দশা
করছি তাদের খোঁজ।


সকাল থেকে সন্ধ‍্যাবেলা
হরেকরকম মায়ার খেলা
ফেলছি দীর্ঘশ্বাস,
চিন্তা ভাবনা হচ্ছে মেলা
মোদ্দা কথায় অবহেলা
খাচ্ছি শুধুই বাঁশ।


গুরু চ‍্যালার নাচন কোঁদন
দেখছে সবাই হচ্ছে কেমন
গোবর গণেশ চাষ,
বিন্দুতে সব সিন্ধু খোঁজেন
মাথা অমিল কানই ছেঁড়েন
ছড়ান শুধুই ত্রাস।


নিয়ম কানুন বড়ই দড়
বজ্র আঁটুনি ফস্কা গেঁড়ো
নেতাই আসল বাপ।
আমজনতার হকের টাকা
ভূত প্রেতরা করছে ফাঁকা
পকেট গড়ের মাঠ।