বলা বারণ,
তাও তোমাকে চুপিচুপি বলছি,
ব্যাপারটা পাঁচকান কোরো না!
কাল আমাদের পাড়ায় পুলিশ এসেছিল।
কি বললে, তুমি সবটাই জানো?
শোন তুমি হয়ত শুধু পুলিশ দেখেছ,
কিন্তু বাকিটা তো জানোই না।
কি বললে, সবাই সবটাই জানে?
আচ্ছা তাহলে বল তো সমর্পিতার কি হলো?
দেখলে তো? সবটা না জেনেই,
শুধু জানি জানি করছিলে।
ঠিক আছে অনেক বেলা হয়ে গেল,
এখন বাজার যাই,
ওখানে বাজারও হবে,
আবার টাটকা খবরও মিলবে।
না, না, তুমি তো বললে, তোমরা সবাই সবটাই জানো,
তাহলে আবার জামা ধরে টানাটানি করছো কেন?
আরে বাবা, সব কথা কি
এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলা যায় না কি?
শোনো বাতাসেও কথা ভেসে যায়,
বাকি কথাগুলো এখানে বলে, বিপদে পড়ি আর কি?
দুদিন সবুর করো, সবাই সবটা জেনেই যাবে,
এখন চল, যে যার কাজে যাই।
সুন্দর হয়েছে! এভাবেই না বলতে চেয়ে ঠিকই বলা হয়ে যায় এবং যে বলে, সে না বলার সাফাই গায়! বাতাসে গালগল্প গুজব কিভাবে ছড়ায় তার একটি অনবদ্য কবিতা কাঠামো পেশ করলেন! চরিত্রটি দারুণ লাগলো, তার কথা বলার ঢঙটি উপভোগ্য! মুগ্ধ হলাম সাবলীল ভাষা কাঠামোর সৌন্দর্যে! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
যাহ্ জানি জানি করে কিছুই জানা হয়ে উঠল না।
রাধা ও নাচল না তেল ও ফুরিয়ে গেল।
এখন ঘরে ফিরি।
যার যা গেল তা কি আর ফেরে?
কোর্ট কাছারিতে শুধু সম্য গেল ।
যারা ঘরে ফেরার তারা আবার ফিরল।
যারা না ফেরার দেশে তারা কি আর ফিরবে?
আশায় আশায় শুধু ভাসা ।
হায় রে ভারতবর্ষ
কার হাতে তুমি উড়ছ আকাশে...
একটা সার্থক গদ্য কবিতা। বহমান ছন্দে দ্বিধা-দ্বন্দ্বে মধ্যবিত্ত মানসিকতার চলমান কথা।
রম্য বটে তবে সুচরিতা***
অনেক সুন্দর কাব্য!
"...সব কথা কি/এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলা যায় নাকি?"
"দুদিন সবুর করো, সবাই সবটা জেনেই যাবে "
কবিতাটি বেশ উপভোগ করলাম।
অনেক অনেক অভিনন্দন, মান্যবর কবি।
কয়েকদিন পড়ার সুযোগ পাইনি। খুব কষ্ট পেয়েছি।
আপনার এ রম্য রসে ভরপুর দারুণ ঢাক ঢাক গুড় গুড়! দুর্দান্ত উপস্থাপনায় মুগ্ধ প্রিয় কবি।
শ্রদ্ধেয় কবি,
চমৎকার রসবোধ, অসাধারণ কবিতা।
খুব ভালো লাগলো।
একরাশ শুভকামনা আপনার জন্য।
ভালো থাকবেন প্রিয় কবি।
এমনটাই হয়।
সুন্দর কাব্যিকতায় অনন্য রম্য কাব্য।
কিছুই যখন করার থাকে না তখন শুধু শুনতে হলে অপেক্ষা করে শোনাই ভালো।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় জ্ঞানবান কবি।
ভালো থাকুন সতত কামনা করি।
সেলিব্রিটিদের হাঁচি কাশি ও নাকি সাংবাদিকদের
নখদর্পণে থাকে। ক্যামেরার লেন্স তাদের হলো করে। সুতরাং সব খবর জানাটাই স্বাভাবিক।
তবে ততদিন মুখ খোলেনা যতদিন স্বার্থ বজায় থাকে।
অবশ্য সাধারণ সমর্পিতাদের কথা হয়ত আলাদা।
নাটকীয় ভঙ্গিমায় অসাধারণ কথোপকথন প্রকাশ প্রিয় কবি অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবে শুভ স্বাধীনতা দিবস
রম্য ভাবনার অসাধারণ উপস্থাপনা ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সারাক্ষণ ।। শুভ কামনা অবিরত
কৌতুহলী মন
অকারণে উৎসুক সারাক্ষণ
অসাধারণ কাব্যিক বিচরণ।
মুঠো মুঠো ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় কবি প্রিয়জন।
অসংখ্য শুভকামনা জানবেন।
বলতে গেলেও শরম লাগে
ঢাক গুরগুর সবাই জানে!
এতো নষ্টামি দেখিনি আগে,
সবকিছুই তো আসছে কানে।
হার্দিক শুভেচ্ছা রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
সুন্দর রম্য কথা , তবে দেখা গেছে- চুপ কথার পা বড়ো , লাফিয় লাফিয়ে চলে ।
হৃদয়গ্রাহী , কাব্য কথায়, মুগ্ধ ।
অশেষ শুভেচ্ছা জানাই , প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
চমৎকার জীবনমুখী ভাবনার রম্য কবিতা , ভাল লাগলো ; শুভকামনা রইল।
রম্য রসে ভরপুর দারুণ ঢাক ঢাক গুড় গুড়! দুর্দান্ত উপস্থাপনায় মুগ্ধ প্রিয় কবি। ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানাই।
কিছুটা হাওয়াই মিঠাই, কিছুটা অর্ধসত্য, কিছুটা কান ভাঙানি আর দু`কূল ছাপানো কৌতুহল। একটি চিরচেনা আশপাশ। দারুণ সৃষ্টি! অভিনন্দন, সম্মানিত কবি।
চমৎকার রম্যের প্রকাশ খুবই ভালো লাগলো।