দাবানল আসে, বহ্নি প্রবাহে, অরণ্য ছারখার,
লেলিহান শিখা গগনচুম্বী, প্রাণের সর্বনাশ,
শুষ্ক বৃক্ষ অবয়বে হল, অগ্নির সংযোগ,
স্ফুলিঙ্গ ছোটে উল্কার বেগে, হনন অভিপ্রায়,
প্রকৃতি সৃষ্ট সবুজ শ্যামল, ধ্বংসের অবশেষ।


বন্য পশুর দহন পীড়ন, হাহাকার ভৈরব,
দিগ দিগন্ত ব্যাপ্ত অগ্নি, রক্তিম চরাচর,
আগুনের শিখা উদ্দাম নাচে, ক্রমেই অগ্রসর,
জ্বলন্ত পশু প্রাণ ভয়ে ছোটে, অগ্নিপিন্ড সম,
মৃত্যু ভয়েতে বন্য পশুরা, জলাশয়ে একজোট।


বাতাসের বেগ, দমকে দমকে, অগ্নির উৎসব,
দূরদূরান্ত জনপদ কাঁপে, আতঙ্কে থরথর,
আকাশ মার্গে সৈন্য বাহিনী, সিঞ্চিত জলধারা,
দাউদাউ জ্বলে অরণ্য চুল্লি, সীমাহীন উষ্মা,
অসীম ঔধ্বত্য দাবানল রোষে, শঙ্কিত আজ ধরা।


নিম্নচাপে সৃষ্ট, সমুদ্রে জাগ্রত টাইফুন,
ঝঞ্ঝার সাথে বারীশ ধারায়, অগ্নি নির্বাপণ,
সিক্ত মৃত্তি, প্রাণ সঞ্চারী শুষ্ক বৃক্ষ মূলে,
নব অঙ্কুর দুহাত বাড়িয়ে, জীবনের জয় গানে,
প্রকৃতি আবার নিজের খেয়ালে, নব অরণ্য রচে।