একঘরে সব তকমা দিলে
সলাজ স্মৃতি হয় ধুসর,
তবুও আগুন জ্বলতে দেখি
আকাশ পথে নিরন্তর।
একটা ছোট ক্ষেপনাস্ত্রেই
ভ‍্যাবলা ছেলে পগারপার,
পিলপিলিয়ে বাড়ছে জীবন
মাটির নিচের শহরটার।


মানবতার ভেজাল আরক
সব মুলুকেই যাচ্ছে পাওয়া,
স্বার্থান্ধতার রাজপ্রাসাদে
আগ্রাসনের তপ্ত তাওয়া।
ভারি বুটের আওয়াজগুলো
শুনতে শুনতে গা-সওয়া,
শীতের রাতে হায়েনা হাসি
জ্বলছে আগুন বেপরোয়া।


আমার স্বদেশ, ওদের স্বদেশ,
সীমারেখার এপার ওপার,
পৃথিবী জুড়ে মানব জাতি
পায় না কেন সম অধিকার?
কি হয় ভুললে জাতির তকমা?
ধর্ম শুধুই মানবতার,
এক জাতি, এক প্রাণের দাবি
বেঁচে থাকার উত্তরাধিকার।