কতদিন পর সেই ফোনটা,
শিরায় শিরায় রিনিঝিনি লাগানো সেই গলাটা।
একটা অপেক্ষার দিন গুণে যাওয়া,
চরম প্রত‍্যাশার পরম প্রাপ্তি র ডাক অবশেষে পাওয়া।
সেই নির্ঝরের ঝঙ্কার, আজ বয়সের ভারে স্তিমিত,
কিন্তু সেই বলার ভঙ্গিমা তো অতি পরিচিত,
এখনও সেই ডাকে, বন্ধ দুয়ার খুলে যায়-
অকাল বসন্তের ঝোড়ো বাতাসে সব উড়িয়ে দেয়।


অভিমানী মন, ভুলে গেল, যত ছিল জমানো ব‍্যাথা,
ভুলে গেল কতবার, কতভাবে পেয়েছিল বাধা,
সেই দিন গুলোর জমানো নীরব নিঃশব্দ অশ্রুধারা,
এক ডাকে ই পরিবর্তিত হয়ে বহমান আনন্দধারা।
বৃদ্ধ বয়সের ভারে সটান দণ্ডায়মান, ন্যুব্জ শরীরটা,
প্রেমিক মনটা ও, ধুলো ঝেড়ে মনের দরজা খুলে-
প্রজাপতির রঙের ছটায় মাতল, চির নবীনের গানে,
বন‍্য ময়ুরীর ছন্দে নাচ, বহুদিনের রুদ্ধ প্রাণে।


শুভ দিনটির জন‍্য, দেখা শুরু হল দিন ক্ষণ,
অন্তরের আকুলতা, রুদ্ধ কারাগার থেকে হল মুক্ত,
যেন দুই আত্মার, মহামিলনের দৃশ‍্যপট সজ্জিত,
দিন যায় সপ্তাহ যায়, প্রাণ দুটি ব‍্যাকুল উন্মাদ।
দূর হতে ট্রেনের তীক্ষ্ণ বাঁশী ক্রমশ বর্ধমান,
অবশেষে প্রতীক্ষিত স্টেশনে আগমন।
ধীর পায়ে, ট্রেন থেকে নামে অভিসারী মন-
দু চোখের ঝাপসা দৃষ্টিতে খোঁজে, একান্ত আপন।