মন বেঁধেছি নদীর চরে
খরস্রোতা বর্ষাকালে,
জোয়ার এলে যাই যে ভেসে
ভাঁটায় ফিরি চর।
নিত‍্যদিনের আসা যাওয়া
হৃদয় মাঝে দেয় যে দোলা,
কোন অলিকের আশায় বাঁচে
আমার ইচ্ছেঘর?


দুই পাড়েতে সোনার ফসল
কাস্তে হাতে কৃষক সকল,
নতুন ধানের গন্ধে পাগল
নবান্নের ঐ গান।
মাঝ নদীর এই উথালপাতাল
চর কে ডোবায় আবার জাগায়,
নতুন দিনের নতুন আশা
ডুবছে বারোমাস।


হৃদয় ক্ষতে রক্ত ঝরে
নদীর মাঝে তুফান জাগে,
কখন যেন মনের ঘরে
বজ্রহানার নাদ।
ঊষার আলোয় চক্ষু মেলে
শিশির ভেজা দূর্বা দ'লে,
কে তুমি গো অরুণ প্রাতে
ধরলে আমার হাত?