খাবলে খুবলে খাচ্ছে যারা
তোমার আমার বসুন্ধরা,
তারাই আবার মাথায় চড়ে
দিতে হলেই না না করে।
যখন যেমন তখন তেমন
ভোল পাল্টায় ইচ্ছে মতন,
পোষ‍্য ভাবের বিনয় কীর্তন
বেলা ফুরোলেই ঘৃণ‍্য কর্তন।


বাঘের ঘরে ঘোগের বাসা
মুচকি হাসি টাকার নেশা,
হাড় হাভাতের ভালোবাসা
পায়ের নিচে কলার খোসা।
বিশাল বাদুড় মেলছে ডানা
ফেলছে ছেয়ে আকাশ খানা,
নরম শরীর টাকায় কেনা
শয়তানদের যায় না গোণা।


দ্বন্দ্ব করে মন্দ জন
নিজের বিবেক আর একজন,
লুকিয়ে থাকে ঘাপটি মেরে
হাসতে হাসতে ছোবল মারে।
বেশী বুঝে হলাম খাসি
হন‍্যে হয়ে যাচ্ছি কাশী,
ইহজীবন হলে বাসি
তখন কোরো হাসাহাসি।


কাশী> বেনারস> কথিত আছে বৃদ্ধ/বৃদ্ধা বাঙালিরা, যাদের দেখাশোনার কেউ থাকত না, তাঁরা একসময় মৃত‍্যুর পূর্বে পুণ‍্য সঞ্চয়ের আশায়, আমৃত‍্যু কাশীবাসী হয়ে, ভিক্ষাবৃত্তি করে দিন কাটাতেন।