যেতে যেতে ফিরে এসেছিলে
কেন জানতে চাই নি,
ফিরে আসাটা তোমার দস্তুর নয়
তাই আর কথা বাড়াই নি।
জানতে চাইলেও
উত্তর দেবার দায় টা তোমার ছিল না,
তোমারই খুশিতে আসা আর যাওয়া
আমি বলবার কেউ ছিলামই না।
দিনগুলো গেছে কালের গর্ভে
মেপেজুপে কিছু হয় নি,
কোনও একদিন চলেই গিয়েছ
দিনক্ষণ মনে রাখি নি।
দুই একটা দিন, সারাটা জীবনে
সেগুলোই খুব বেশী কি?
সারাটা জীবন চাইতাম যদি
তুমি থাকতে চাইতে কি?
হঠাৎ দেখায় স্তম্ভিত হয়ে
দাঁড়িয়েই কেন পড়লে?
অশ্রুসজল চোখ দুটি মেলে
না বলাগুলোই কি বললে?
অন্তরে ছিল আকুলি বিকুলি
বলতে কিছুই পারি নি,
নীরব থাকাটাই স্বভাব আমার
জেনেও কি সেটা বোঝ নি?
কবিতাটি উৎসর্গ করলাম, এই আসরে আমার অত্যন্ত প্রিয়, বরেণ্য কবি ফারহাত আহমেদ কে।
[আসরের সকল কবিদের জানাই, শুভ দীপাবলীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ও অভিনন্দন]
কিছু প্রেমের হয় না প্রকাশ-
থাকে মনের অন্দরে
কিছু প্রেম হয় কালেরফেরী
ভিড়ে নানান বন্দরে!
অবিশ্বাস্য সুন্দর কাব্য এবং যোগ্য কবিকে সমর্পিত!
উভয়ের জন্য সাধুবাদ।
চমৎকার উপস্থাপন, মুগ্ধতা রেখে গেলাম কবি।
শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
সম্মানিত কবি, সপ্তাহের সেরা কবিতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন! শুভ কামনা সতত। ভাল থাকবেন সবসময় এ প্রত্যাশা রইলো।
খুব ভালো লাগলো। 🌹 শুভেচ্ছা।
প্রিয় কবির হৃদয় থেকে উঠে আসা কবিতাটি হৃদয় জয় করে নিল! কবিতায় প্রতিটি লাইনে আবেগের সাথে এক দুঃখ বেদনার মিশ্রণ ঘটিয়েছেন তা সত্যি অসাধারণ! শুভকামনা, ভালো থাকুন!
আনন্দিত!
সপ্তাহের সেরা কবিতা নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন আমার প্রিয় কবিকে।
সুপ্রভাত কবি।
অভূতপূর্ব সুন্দর কবিতা।
রক্তিম শুভেচ্ছা ।
ভালো ভাবনা
নির্মল, সুন্দর ভাবনার একটি কবিতা।
"তোমার খুশিতেই আশা যাওয়া "- খুব ভালো লাগলো।
অনেক অভিনন্দন, প্রিয় কবি।
স্বচ্ছ বিরহ সুকাব্যে।
খুব ভালো লাগলো দাদা!
ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়।
প্রণাম জানবেন ছোট বোনের।
শুভ দীপাবলি।
অনন্য সুন্দর কাব্য লেখ। শুভকামনা রইল প্রিয় কবিবর।
ভালোবাসার নিগুঢ়ো দৃষ্টিতে ফিরে দেখা অনুভবের গভীরতার অনুপম কাব্যিক প্রণয়ন।
রাশি রাশি ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় কবি প্রিয়জন।
হার্দিক ভালোবাসা ও শুভকামনা জানাই প্রিয় সম্মানিত কবি।
গভীর ভালোবাসা এবং বিরহ ধরা পড়লো কবিতায়! ফেলে আসা জীবনের স্মৃতি কে উসকে দিল হঠাৎ দেখায়! দুর্দান্ত আবেগঘন উপস্থাপনা! হৃদয় ছুঁয়ে গেল প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।
আমি তো ভাবলাম ইফতেখার কবিকে
জীবনবোধের গভীর বিরহ কথা , সুন্দরে তার উপস্থাপনা ।
সুন্দর প্রকাশ , মুগ্ধ ।
প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভদীপাবলী ও কালীপূজোর শুভকামনা ও শুভেচ্ছা জানাই, ভাল থাকুন সদা ।
আমি আপনার পাতার এক নিত্য পরিব্রাজক। পাতায় আসি, কবিতা পাঠ করি, বিমলানন্দ পাই; অনেক প্রতিবাদ, ক্ষোভ, মর্মস্পর্শী অনুভূতি আর দর্শন এর সন্ধান লাভ করে প্রতিনিয়ত ঋদ্ধ ও ক্রমাগত কৃতজ্ঞতাভারে আবদ্ধ হই। আজ যখন আপনি স্বয়ং বললেন পাতায় আসতে, ভাবলাম এমন তো আগে হয়নি! আসলাম, পাঠ করলাম। কবিতা, কবিতা পরবর্তী উৎসর্গপর্ব। হ্যাঁ, আমি কিছু কিছু ক্ষেত্রে প্রকাশে উচ্চকিত হই কিন্তু আমারও এমন জায়গা আছে যেখানে
"নীরব থাকাটাই স্বভাব আমার"
যেমন : আমি কখনো বলতে পারিনি প্রিয় কবি, বরেণ্য কবি, প্রবুদ্ধ কবি, আমার কবি। শুধু বলে গেছি সম্মানিত কবি। অথচ আপনি প্রিয়, আপনি বরেণ্য, আপনি প্রবুদ্ধ, আপনি আমার। একটা ইংরেজী মুভি আছে নাম, Dead Poets Society. আমার আত্মার খুব কাছের এই সিনেমা। সেখানে যিনি মূল চরিত্র তাঁকে অন্য কবি রা ডাকতেন O Captain! My Captain!
( O Captain! MY Captain! কবি Walt Whitman, প্রকাশিত 1865)
আজ আর কবিতা নিয়ে কিচ্ছু বলবো না। শুধু বলবো গভীরভাবে কৃতজ্ঞ, O Captain! My Captain!
আপনার লেখা হঠাৎ দেখা কবিতাটি খুবই সুন্দর করে সাজিয়ে লিখেছেন কবি ।। আপনার লেখাটি জনপ্রিয় হয়ে উঠুক ।। ভালো থাকবেন সব সময় ।। শুভ রাত্রি প্রিয় কবি
বাহ্ কবির মনেও বিরহের ঢেউ! যাক সঙ্গী পেলাম। মুগ্ধ! অনন্য বিরহের কবিতা পাঠে।
আপনাকেও দীপাবলির শুভেচ্ছা প্রিয় কবি।
হারিয়ে যাওয়া প্রেম আর তার অন্তরিন মেদুর কথা...
হঠাৎ দেখায় প্রকাশ পায় কি আকুল ছিল সেই ভালবাসা...
অলকানন্দা*****
পুরো লেখা বেদনভরা কাব্যিকতায় বিরহগাঁথা। হার্দিক শুভেচ্ছা রইলো। ভালো থাকুন। সুস্থ থাকুন। শুভকামনা।
খুব সুন্দর কোমল প্রেমের মাধুরী মাখানো বিরহের কবিতা। দারুন অনুভূতি পেলাম। ভালো থাকবেন কবি। শুভেচ্ছা রইল নিরন্তন।
অপূর্ব অনুপম প্রেম বিরহের চিত্রায়ণ।
অসাধারণ কাব্যিকতা।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় প্রবুদ্ধ কবি ।
ভালো থাকুন সতত কামনা করি।
হটাৎ দেখা -
কখনো কখনো মনের গহীনে অমলিন মুহুর্ত!
সুন্দর জীবনবোধের তরে রচিত প্রিয় কবিবন্ধুর কবিতাটি। খুব ভাল লাগা রইল প্রিয় কবি। ভাল থাকবেন সব সময় সতত। আর্শীবাদ জানবেন অবিরত।।