যেতে যেতে ফিরে এসেছিলে
কেন জানতে চাই নি,
ফিরে আসাটা তোমার দস্তুর নয়
তাই আর কথা বাড়াই নি।
জানতে চাইলেও
উত্তর দেবার দায় টা তোমার ছিল না,
তোমারই খুশিতে আসা আর যাওয়া
আমি বলবার কেউ ছিলামই না।


দিনগুলো গেছে কালের গর্ভে
মেপেজুপে কিছু হয় নি,
কোনও একদিন চলেই গিয়েছ
দিনক্ষণ মনে রাখি নি।
দুই একটা দিন, সারাটা জীবনে
সেগুলোই খুব বেশী কি?
সারাটা জীবন চাইতাম যদি
তুমি থাকতে চাইতে কি?


হঠাৎ দেখায় স্তম্ভিত হয়ে
দাঁড়িয়েই কেন পড়লে?
অশ্রুসজল চোখ দুটি মেলে
না বলাগুলোই কি বললে?
অন্তরে ছিল আকুলি বিকুলি
বলতে কিছুই পারি নি,
নীরব থাকাটাই স্বভাব আমার
জেনেও কি সেটা বোঝ নি?


কবিতাটি উৎসর্গ করলাম, এই আসরে আমার অত‍্যন্ত প্রিয়, বরেণ‍্য কবি ফারহাত আহমেদ কে।


[আসরের সকল কবিদের জানাই, শুভ দীপাবলীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ও অভিনন্দন]