আমরা যারা হৃদয় দিয়ে রবীন্দ্রনাথ বুঝি,
একলা বসে মননিরালায়, তাকেই শুধু খুঁজি,
অপার প্রাণের হাতছানিতে অনুভূতির ডালি,
বিশ্বকবির সুরের আলোয়, জ্ঞানের প্রদীপ জ্বালি।
আকাশ জুড়ে রিমঝিমঝিম সুরের জাদুকর,
তাঁরই কাব‍্য সুধার ধারার, আমরা মধুকর,
কালের যাত্রায় শিখরচুম্বি, নোবেল জয়ীর নাম,
এই আসরে কবিগুরু, তোমাকে জানাই প্রণাম।

[ সবাইকে জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম শুভ জন্মবার্ষিকীর শুভেচ্ছা ]