জমার হিসেব বড্ড কড়া
খরচা করাই অনেক সোজা,
ঘড়ির কাঁটায় কালের চাকা
হারিয়ে ফেলে আবার খোঁজা।
স্বপ্নে দেখা জীবন রেখা
মাঝে মাঝেই হারিয়ে যাওয়া,
থোড়াই কেয়ার বুড়ো হওয়া
সবুজ মনের দোলনা চড়া।


ও কালো তুই ধলো হবি?
খোলস ছেড়ে শুদ্ধ হবি?
চাঁদের থেকেও নিবি নাকি
ডজন কয়েক রূপোর থালা?
গহীন গভীর মনের ভেতর
আঁধার কেটে আলোর ছটা,
খুশির স্রোতে ভাসতে থাকুক
নতুন আকাশ, দীপ্ত রেখা।


জীবন মানেই মানুষ চেনা,
হাসিখুশি দিল দিওয়ানা,
হারিয়ে যাওয়া মানুষটাকে
সবার মাঝেই আবার পাওয়া।
নদীর বুকে তুফান জাগে
তৃপ্ত আশা ঢেঁকুর তোলে
তবুও কিছু বাকিই থাকে
প্রত‍্যাশা তাই জাবর কাটে।