মনের ভেতর ফুটছে আগুন
হাপর টানার রেশ,
শরীর রেখায় দমন পীড়ন
রক্ত রঙিন ক্লেশ।
জীবন জ্বালার টানাপোড়েন
রণসজ্জার বেশ,
একজোট সব তরুণ অরুণ
স্বপ্ন দেখছে দেশ।


কাদের অশ্রু হয়নি মোচন,
লুণ্ঠিত কার ধন?
অন্তরালে কোন সে করুণ
প্রলাপ সাতকাহন?
অন্তিম হোক কঠোর কঠিন
জাত পাত অভিমান,
হিংসা দ্বেষের হোক অবসান
ঐ জাগছে জনগণ।


সুরের বাহার ভরছে গগন
আগল ভাঙার তান,
সবুজ ক্ষেতে হাওয়ার দোলন
নতুন ধানের ঘ্রাণ।
দোয়েল, বাবুই, চড়ুই, শালিক
কণ্ঠে জয়ের গান,
নতুন আশায় নতুন জীবন
বিশ্বজনীন প্রাণ।