দিন গুনতে ভালোই লাগে
আকাশ কুসুম ভেবে,
সময় যতই এগিয়ে আসে
বুকের ভিতর কাঁপে।
মানুষ তোমার ইচ্ছেগুলো
নেহাতই সৃষ্টিছাড়া,
যখন চাই তখনই ভাবো
সেটাও ছন্নছাড়া।


মরুর ভেতর বালির ঝড়ে
তপ্ত কবরখানা,
সলাজ বধূ গাঁয়ের পথে
ঘোমটাখানি টানা।
নানান রঙে দিল রাঙিয়ে
জুটি বাঁধার নেশা,
সৃষ্টিশীলের ইস্তাহারে
নতুন আশার দিশা।


হৃদয় নাচে, নাচে লহর
প্রভাত ফেরির গান,
ভোরের আলোয় জাগে শহর
আবার চলমান।
আজকে যেন ভালো থাকার
ইচ্ছেটা খুব বেশী,
মেলছি ডানা উড়ছি আবার
জীবন হাসিখুশি।