একটা খুশীর দিন
মাটিতে পুঁতে দেওয়া হল,
বাগানে, আশা ছিল-
গাছ হলে, ফল হবে, ইচ্ছে মতো-
খুশীর দিনটা পেড়ে নেওয়া যাবে।


তারপর দিন থেকে
জীবনে অভিশাপ নেমে এল,
সেই বাড়ি সেই বাগান
সব কিছুই হাতবদল হয়ে গেল,
ভিখারি হয়ে পথে পথে ঘুরতে লাগল।


একদিন মরিয়া হয়ে চুপিচুপি
সেই বাগানে ঢুকল,
দেখতে খুশীর দিনটার কি হলো?
না গাছ তো হয় নি-
তবে সেই জায়গায় একটি গর্ত দেখতে পেল।


ভাবল তার খুশীর দিনটা
কেউ চুরি করে নিয়ে গেছে,
তাও লোভে পড়ে হাত ঢুকিয়ে দেখল,
সজোর একটা কামড় খেয়ে-
হাতটা অসাড় হয়ে গেল।


কে যেন হাসতে হাসতে বলল:
খুশীর দিন যেদিন-
খুশী শুধু সেইদিন,
পরে তাকে খুঁজতে গেলে,
শুধু যন্ত্রণাই পাবে।