হয়ত কিছু লোক কমে গেলে
নৌকাটা তীরে ভিড়লেও ভিড়তে পারে,
কিন্তু কে কমবে নিজে থেকে
আছে কার আত্মত‍্যাগের মানসিকতা?
সবাই চুপচাপ বসে আছে নির্বিকার
ধর্ম চিন্তায়: আত্মহত্যা মহা পাপ।


মাঝি বলল, আমি তো যাবোই বেঁচে,
সে এখন ঝাঁপ দিই কিংবা পরে,
কিন্তু এখন আমি নৌকা ছাড়লে
পারব না কিছুতেই অধর্ম সইতে।
সবাই গলুই এর জল ছেঁচছে,
মাঝির বদান‍্যতায় অবশেষে সবাই বাঁচে।


চলল চর্চা দোষী কে জানার,
যারা সাঁতার জানতো তারা স্বার্থপর,
অবশেষে দোষ হলো সেই মাঝির
প্রকৃত ব‍্যবস্থা ছাড়াই কেন রোজগার?
বেচারা মাঝির, কি অদ্ভুত রূপান্তর,
তীরে এসে দোষী হলো, মাঝনদীর ঈশ্বর।