যন্ত্র বাজে যন্ত্রী ছাড়া
তপ্ত দহন পাগলপারা,
একজোট ঐ সর্বহারা
বুঁদির কেল্লা ছন্নছাড়া।


দেশের বুকে উঠছে তুফান
আকাশ জুড়ে প্রলয় নিশান,
গগনভেদী বাজছে বিষাণ
ধুলায় গড়ায় ভগ্ন কেতন।


কোন ইশারায় মাভৈঃ বলে
ফুঁসছে প্লাবন আগল ভেঙে?
গুমরে থাকা অসাড় প্রাণে
কোন সে মন্ত্র জাগরণে?


দ্বন্দ্ব বিবাদ সরিয়ে রেখে,
সবাই হাতে হাত মিলিয়ে,
একসাথে আয় মিলেমিশে
ফসল ফলাই শস‍্যক্ষেতে।


নতুন প্রাণের গন্ধ নিয়ে
আবীর রঙে মন রাঙিয়ে,
স্বচ্ছ পৃথির হৃদয় জুড়ে
অপার খুশি উঠুক ভরে।


জাতপাতের ঐ বিভেদ ঘুচুক
মানবিক সুর আবার বাজুক,
দিলদরিয়ায় জোয়ার নিয়ে
চলুক পানসি জোর কদমে।