শিরদাঁড়া বেয়ে ক্রমশই নেমে এসেছিল
ভয়ের মতোই একটা কিছু, কিন্তু প্রতিবাদ করিনি,
যখন দিনের আলোয় আমার সামনেই অদূরে,
তিনজন হিংস্র পশুর নারকীয় হত‍্যালীলা
চাক্ষুষ করেছি, একটা গাড়ির নিরীহ মানুষটার ওপরে,
অরণ‍্যের মতো আমারই শহরের এক উন্মুক্ত প্রান্তরে।


কুমীর প্রকল্পে গিজগিজ করছে
চাষ করা ছোট বড় মানুষখেকোরা,
একদম সদ‍্য ভুমিষ্ঠকে ছোঁ মেরে তুলে নিয়েছেন
একজন স্বনামধন‍্যা সদ‍্য তরুণী নায়িকা।
বসার ঘরের সুসজ্জিত চৌবাচ্চায় রাখবেন বলেছিলেন,
এভাবেই করবেন নিজের পরিচিতির বহুগুণ বিবর্ধন।


চেনা রাস্তার ওপর দিয়ে ফিরে আসছি,
পুলিশের ব‍্যারিকেড! আমার বাড়ির সামনের মোড়ে,
এগোনো যাবে না, গুলির লড়াই চলছে,
আমার ঠিক উল্টোদিকের ফ্লাটের বাসিন্দাদের সাথে।
আমাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের সম্বন্ধে,
ভয়ের চোরাস্রোতটা আবার নামছে শিরদাঁড়া বেয়ে।


এটাই কি শহুরে মানবিকতার অবক্ষয়?
না কি যুগের সাথে মানবিকতার বিবর্তনবাদ?


তর্ক চলুক......