সারা জীবনে শপথ নিতে হয় অনেক
কিন্তু তার মধ‍্যে কটাই বা মানা হয়?
কাজ তো একটাই, নিজের পছন্দ মতো বেছে নেওয়া,
আর বাকি কাজ, সেখানেও পরিবারের সুবিধা দেখা।
জীবনটা কাটাতে গিয়ে মনের মতো করে
নানান প্রতিকূলতা, সামাজিক শিষ্টাচারের নীতিতে।


ঠগ বাজতে গাঁ উজাড় হলেও
একান্ত নিজের শব্দটি প্রায় উধাও সম্পর্কের অভিধানে,
সেই সুউচ্চ পর্বত থেকে নির্ঝরের পতন সমতলে
আদি অনন্তকাল ধরে,
কখনও ঝিরঝির, কখনও স্ফীত, দম্ভী বর্ষার হাত ধরে,
প্রকৃতির নিয়ন্ত্রণেই জন্ম, মৃত‍্যুও হয়ত মহাকালের গর্ভে।


তবুও জীবনের একটা সৌন্দর্য‍ থাকে আপন মহিমায়,
তার টানেই চারপাশে ভীড় করে সৌন্দর্য পিপাসুরা,
সেটাও কম কি? চাপা থাকুক মান অভিমান,
প্রাপ্তির ভাঁড়ার শুণ‍্য মেনে নিলেই, প্রশান্তির ঘেরাটোপে।
পরহিতার্থে সময় কাটিয়ে, দেখা শুধুই সামনের দিকে,
শুভানুধ‍্যায়ীরা ফুলের তোড়া এগিয়ে দেয় মহান জীবনকে।