সারাটা দিন পেটে কিছু পড়ে নি,
সূয্যি তো প্রায় ডোবে ডোবে,
একটু একটু গাছ গজানো কটা আলু,
ঘরে কোথায় যেন রাখা ছিল,
উপোসী শরীরটা হন্যে হয়ে খুঁজে, অবশেষে পেল।
আজকাল অন্ধকার হলে
পিদিমের আলোয়, দেখা যায় সরসর করে
একটা সাপ বেরিয়ে যায়, ঘর থেকে বাইরে।
কোথায় থাকে, কখন ফেরে, কে জানে?
মোক্ষদা মাসির বুকটা ধরাস ধরাস করে।
সেই কতকাল আগে ঝুপড়িটা বানিয়েছিল,
জঙ্গলের ধারে, মাসির মরদ আর মাসি।
সে মরদও তো কবেই চলে গেল!
তারপর সে কত ঝামেলা,
ঝুপড়িটা মদের ঠেক হয়ে গেল।
যৌবন যেতেই আস্তে আস্তে সব ফাঁকা,
তবে সেই মোড়ল, এখনও মাঝেমধ্যে রাতে আসে,
একটা বোতল বগলে করে, সাথে কিছু খাবারও আনে।
সেও তো কদিন আর আসছে না সাপের ভয়ে,
পোড়ারমুখো কি ভেগেই গেল?
বহুদিন গরম ভাত পেটে পড়ে নি,
অন্ধকার হয়ে আসে, মোড়ল কি এলো?
লাঠি ধরে উঠতে গিয়ে, পায়ে কিসের যেন কামড়,
চিৎকার করলো,কেউ এলো না, শরীর ঝিমঝিম করছে,
মোক্ষদা মাসি চলল, নতুন জীবনের খোঁজে।
সমাজ চিত্র এবং জীবন বোধের অপূর্ব আবেগঘন উপস্থাপনা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অনবদ্য!
ইদানীং আপনার কবিতাগুলো দারুণ সুন্দর হচ্ছে। উপমা রূপক নান্দনিক শব্দশৈলীতে দারুণ লিখনিতে মুগ্ধ।
শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
এভাবেই অভিশাপ নেমে আসে সাপের বেশে,
জীবনচিহ্ন একটুএকটু করে বিকৃত হাসি হাসে।
হার্দিক শুভেচ্ছা রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
সুপ্রভাত কবি।
মোক্ষদা মাসী বেশ ভালোই লাগল ।
ভালো থাকুন রক্তিম শুভেচ্ছা ।
যাক গা!! বেঁচে গিয়েছে ঘোর। শুভকামনা রইল প্রিয় কবি।
একটা জীবনের এক খন্ড তথা বলা যায় শেষ অংকের নান্দনিক প্রকাশ। রূপক ট্যাগ দেননি, কিন্তু সাপই শেষটায় অভিশাপ। প্রতীকার্থে দেখার অনেক সুযোগ ছিল।
অভিনন্দন, সম্মানিত কবি।
গ্রাম পাড়াগাঁয়ের মানুষের দুর্দশার জীবন চরিত ।
আমরা শহুরেরা ভাবি , দেশ আগে বাড়ছে ! কাজে সব ফাঁকি । জানি না আর কত যুগ চলবে এ ধারা ! তারই এক রূপ সুন্দর কাব্যে ,"মোক্ষদা মাসি" ,মুগ্ধ ।
প্রবুদ্ধ প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা ,শুভকামনা ।
আদিবাসী মহিলার জীবন চরিত যেন চোখের সামনে ভেসে উঠলো।
শেষ স্তবক মর্মস্পর্শী; আর শেষ পঙতি 'স্মরণীয়' পঙতি।
একটা নিপুণ-সার্থক গদ্যকবিতা।কবির পারদর্শিতার প্রমাণ দেয়।
সুন্দরী কবিতা দেখলেই আমার মুখ ফসকে বেরিয়ে আসে
ঝকাস্*****
অবহেলিত মানুষের বিয়গান্তক বেদনার প্রতিচ্ছবি ; পড়ে মুগধ হলাম ; শুভকামনা রইল।
মারাত্মক ভালো বোধহয় একেই বলে!
ভালো ভাবনার
ভালো লেখা
দূর্দান্ত গদ্য কবিতা কবি! মনে হলো আগের যুগের কোন কবিতা কবিতা পড়ছি। ভীষণ ভালো লাগলো সম্মানিত কবি।
মোক্ষদা মাসির মতো কত মাসিই বাসী মুখে ধুঁকে ধুঁকে একদিন চলে যায়। কেউ খবর রাখেনা।পৃথিবী তাঁর সন্তানেরা চলে শুধু চলে, কারো দিকে ফিরে তাকায় না।
দু র্দা ন্ত দাদা!!!
লিখে চলুন আপনার কাব্য------
ভালো থাকুন সব সময়।
শ্রদ্ধা জানবেন ছোট বোনের।
গভীর জীবনবোধের উপলব্ধি।
সুন্দর উপমায় অসাধারণ কাব্য ভাব ফুটিয়ে তুলেছেন।
ক্ষীণ একটা বেদনার ধূল আপাদ মস্তক মাখা মাখা লাগে।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় জ্ঞানবান কবি।
ভালো থাকুন সতত কামনা করি।
মননশীল অনুভূতির অনবদ্য ব্যঞ্জনা।
আহা! মোক্ষদা মাসী! জীবনভরে বিষ খেয়ে বিষেই হীবন ক্ষয়! পৃথিবীতে এমনই হয়।
কবির এ আসরে নিয়মিত আগমন একান্ত কান্য
বর্ণ ও ভাষার উপমায় দারুণ প্রকাশ
এ লেখা যেন গল্প বা ঘটনা কোনো একক জীবনের,যা অনেক জীবনের বেঁচে থাকার,চলে যাওয়ার কথা বলে।
অনায়াস কথনে আপনার কলম বড় সহজে এক জীবনের ছবি রেখে গেল।
প্রণাম কবি।প্রণাম।