কিছু কিছু ইচ্ছেগুলো বড্ড বেয়ারা,
স্থান কাল পাত্র মানে না, মানে না কোনও বাধা,
ইচ্ছে হলে চাঁদিফাটা রোদ্দুরে,
মনতরঙ্গ মুহূর্তের ভগ্নাংশে, পৌঁছে যেতে পারে,
তুষারাবৃত পর্বতের শরীর জুড়ানো শৃঙ্গে।


এরকমই একটি দিনে, ঝরাপাতার বনবীথিতে,
বসন্তের পলাশরাঙা পথে,
বিকেলের ঝিরঝিরে হাওয়ায়,
মনবিহঙ্গ পাখা মেলে উড়তে উড়তে পৌঁছে গেল
সাদা ধুসর মেঘপর্দাটা ছিঁড়ে...


ততক্ষণে সূর্য অস্তাচলে, অন্ধকার জাঁকিয়ে বসছে,
নিচের গৃহবধূদের শঙ্খধ্বনি ভেসে আসছে,
আকাশের জানালাটা খুলে দিলাম,
চাঁদে আলো আঁধারের লুকোচুরি,
মিটমিটে জোনাকতারার কোলাজে, কালপুরুষ!


হটাৎ করেই দুঃখমনটা এক পা দু পা করে পিছিয়ে,
চলে এল ল‍্যাম্পপোষ্টের টিমটিমে আলোয়,
শিমূল, পলাশের বনচেরা মাটির রাস্তাটায়...
হতোদ‍্যম মনটাকে, কামনামনটা বোঝাচ্ছে
মাঝরাতে আবার বেরোবে, পরী খুঁজতে।