কিছু কিছু ইচ্ছেগুলো বড্ড বেয়ারা,
স্থান কাল পাত্র মানে না, মানে না কোনও বাধা,
ইচ্ছে হলে চাঁদিফাটা রোদ্দুরে,
মনতরঙ্গ মুহূর্তের ভগ্নাংশে, পৌঁছে যেতে পারে,
তুষারাবৃত পর্বতের শরীর জুড়ানো শৃঙ্গে।
এরকমই একটি দিনে, ঝরাপাতার বনবীথিতে,
বসন্তের পলাশরাঙা পথে,
বিকেলের ঝিরঝিরে হাওয়ায়,
মনবিহঙ্গ পাখা মেলে উড়তে উড়তে পৌঁছে গেল
সাদা ধুসর মেঘপর্দাটা ছিঁড়ে...
ততক্ষণে সূর্য অস্তাচলে, অন্ধকার জাঁকিয়ে বসছে,
নিচের গৃহবধূদের শঙ্খধ্বনি ভেসে আসছে,
আকাশের জানালাটা খুলে দিলাম,
চাঁদে আলো আঁধারের লুকোচুরি,
মিটমিটে জোনাকতারার কোলাজে, কালপুরুষ!
হটাৎ করেই দুঃখমনটা এক পা দু পা করে পিছিয়ে,
চলে এল ল্যাম্পপোষ্টের টিমটিমে আলোয়,
শিমূল, পলাশের বনচেরা মাটির রাস্তাটায়...
হতোদ্যম মনটাকে, কামনামনটা বোঝাচ্ছে
মাঝরাতে আবার বেরোবে, পরী খুঁজতে।
লাইনগুলো অনবদ্য, বারংবার পড়তে বাধ্য, অনিন্দ্য সুন্দর কথামালা, সুচারু মসৃণ ছন্দময়। ভালোবাসা প্রিয় কবি।
প্রথমেই সুন্দর উপক্রমণিকা স্তবক! মনের বাঁধনহারা বিচরণ, অদম্য মনতরঙ্গ মুহূর্তের ভগ্নাংশে চাঁদিফাটা রোদ্দুরে থেকে তুষারাবৃত পর্বতের শরীর জুড়ানো শৃঙ্গে। তবে চাঁদি শব্দটি ভালো লাগেনি, প্রমিত মাঝে কেমন বেশ চলিত হয়ে গেছে খানিক। করোটি শব্দ বা তালুফাটা, জানি না হয়তো আপনারটাই ঠিক। এরপরেই মনোরোম এক প্রকৃতির মাঝে ছুঁঁড়ে দিলেন! এবং সেখানে মন মুগ্ধ করে দিল "সাদা ধুসর মেঘপর্দাটা ছিঁড়ে" - মেঘপর্দা কী অনবদ্য কবি কল্পনার চোখ! এরপরের স্তবক এক নস্টালজিক আবেশের শহর চিত্রে নিয়ে এলেন, যা আরো মুগ্ধকর হয়ে উঠলো "নিচের গৃহবধূদের শঙ্খধ্বনি ভেসে আসছে" অসম্ভব এক অনুভব দেয়! আর "আকাশের জানালা খুলে দেয়া, মিটমিটে জোনাকতারার কোলাজে, কালপুরুষ!" - অপূর্ব রূপক কাব্যিকতার দক্ষতা মুগ্ধ করে দিলো! আশ্চর্য হওয়া তখনও থামেনি, মনটা আবারো নস্টালজিক বেদনায় ভরিয়ে দিলো এ চিত্রকল্প "হটাৎ করেই দুঃখমনটা এক পা দু পা করে পিছিয়ে, চলে এল ল্যাম্পপোষ্টের টিমটিমে আলোয়,"! শেষ হয়নি কবিতার অনবদ্যতা একটি মনবিহঙ্গের ভ্রমন অকস্মাৎ ভেঙে পড়ায়, মন ভাঙা মনবিহঙ্গ "মাঝরাতে আবার বেরোবে, পরী খুঁজতে।" অনুভব আর অনুভব করতে হবে এই কবিতার রূপকময় দ্যোতনা! খুব মুগ্ধ কবি! খুব মুগ্ধকর কবিত্ব কবি! অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
অসাধারণ। অর্থপূর্ণ কবিতাখানি।
খুবই ভালো লাগলো আপনার কবিতাটি। ভালো থাকুন প্রিয় কবি!
খুব ভালো লাগল। মন ভরে গেল কবি।
মন তো সদাই ওড়ে গিরি-কন্দরে, বন-বনান্তরে,ঘর-ঘরান্তরে...
ভাঙা মনের সাধ জাগে পরীসঙ্গমে রাতের আধাঁরে...
ক্যাটরিনা***
ইচ্ছে আর মন, এই দুটো ভয়ানক দুষ্ট। স্থান কাল ব্যক্তি ধর্ম মানেনা।
দুর্দান্ত কথা আর কাব্য!
ভালো থাকুন সুস্থ থাকুন দাদা।
প্রণাম জানবেন ছোট বোনের।
চমৎকার ভাবনায় অনুভবে " মনবিহঙ্গ " ।
সব শেষে আবার ফিরে আসা " ল্যাম্পপোষ্টের টিমটিমে আলোয় "
" উড়তে আছে মানা রে বন্ধু ঐ খোলা আসমানে "
শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
খুব সুন্দর কবিতা। খুব ভালো লাগল।
আরি সব্বনাশ! এর থেকে আর বেশি কিছু লিখার যৌগ্যতা হারিয়ে ফেলেছি প্রিয় কবি।
অসাধারণ!
চমৎকার ভাবনায় জীবনবোধে অপুর্ব সুন্দর উপস্থাপনা । মুগ্ধ হলাম ! শুভকামনা নিরন্তর প্রিয় কবি ।
অসম্ভব সুন্দর একটি লেখা মন ভরিয়ে দিলো।
শুভ সকালের শুভেচ্ছা। ভালো থাকুন কবিবর।
বেয়ারা মন,মানে না বাঁধন।সত্য কথন।অপূর্ব শব্দচয়নে মুগ্ধ হলাম প্রিয় কবি।ভালো থাকুন সদা,শুভ রাত্রি।
বাঁধন ছাড়া মন
তার মতিগতি শত সহস্র যোজন ,
অদ্ভূত অদ্ভূত সব চিন্তন
বশে আবদ্ধ নয় সে মন ।
বিবিধ কাব্য ভাবনা নিয়ে , সুন্দর জাগ্রত মনের পরিচয় ।
শুভরাত্রি , প্রিয়কবিকে অশেষ শুভকামনা , ভাল থাকুন সদা ।
খুবই সুন্দর উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আমি আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ রাত্রি প্রিয় কবি
দুর্দান্ত লিখেছেন প্রিয় কবিবর। শুভকামনা রইল।
দুর্দান্ত শব্দ প্রয়োগ! আমি ভেসে যাচ্ছি শব্দের ঝলমল গতিময় স্রোতে! অপূর্ব এক কাব্য রস!
প্রিয় কবি গভীর মনোযোগ সহকারে পাঠ করে এর রসাস্বাদনে আমি বহুদিন পর তৃপ্ত হলাম।
অশেষ শুভেচ্ছা কবি।
বেয়াড়া মন কখন কী যে ভাবে বোঝাই মুশকিল! অপূর্ব কাব্যিক উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।