আমরা সবাই আছি,
আমরা সবাই হাঁটছি রাজপথে,
দাবি ন্যায়বিচার, দাবি নিরাপত্তা,
রাজপথ শুধুই আমাদের।
জনপ্লাবনে ক্রমশই তলিয়ে যাচ্ছে
অপরাধী ঔদ্ধত্যের সুসজ্জিত ইমারত।
জয় আমাদের হবেই,
কোনও আশঙ্কা নেই লক্ষ্যচ্যুত হবার,
পরিসমাপ্তি ঘটবে ঘৃণ্য সামাজিক অবক্ষয়ের,
লোলুপতা, পাশবিকতার ফাঁসি, দেখবে জগৎবাসী।
তিলোত্তমার মৃত্যু চাই না,
নির্মল নিঃশ্বাস নেবার পৃথিবী, ফেরত চাই প্রত্যেকের।
অসাধারণ প্রতিবাদী কবিতা । ধন্যবাদ প্রিয় কবি।
মানবতাবাদী ভাবনায় সর্বাঙ্গ সুন্দর একটি কবিতা।
শুভেচ্ছা জানবেন সন্মানিত কবি। ভালো থাকুন সদা।
পাশবিকতার ফাঁসি চাই। ধন্যবাদ প্রিয় কবি।
ভালো থাকুন সবসময়। শুভেচ্ছা,শুভকামনা নিরন্তর কবি।শুভ রাত্রি।
চমৎকার এক কাব্য!
সঠিক উচ্চারণে প্রতিবাদের ভাষা।
ভালো থাকবেন। রক্তিম শুভেচ্ছা ।
ভালো থাকুন সকল সময়।
রাগ ক্ষোভ ব্যথা কিছুই তো হয়নি বলা
পলে পলে আর কতদিন মরবো মোরা
বিচার হোক্ ধরা পড়ুক হাতিয়ারা।
অসাধারণ লিখেছেন প্রিয় কবি। মুখ বুঁজে থাকা যাচ্ছে না আর। আপনার লেখনী আমাদের সম্পদ। ছেড়ে দেবেন না প্রিয় কবি। ছেড়ে দেওয়া খুবই সোজা, ধরে রাখাই তো চ্যালেঞ্জ। অনেক শুভেচ্ছা রইলো।
বর্তমান সমাজ সময়ের প্রতিবাদী উপলব্ধির অনন্য প্রত্যাশার নিবেদন। মুগ্ধ পাঠ, "জলপ্লাবনে ক্রমশই তলিয়ে যাচ্ছে/ অপরাধী ঔদ্ধত্যের সুসজ্জিত ইমারত। " এবং "তিলোত্তমার মৃত্যু চাই না,/নির্মল নি:শ্বাস নেবার পৃথিবী, ফেরত চাই প্রত্যেকের। "
অনেক শুভেচ্ছা, প্রিয় কবি।
আপনার সাথে আদান-প্রদান হল না । কবিদের নানা মনোভাবনা জানলাম ,কত বসন্তের কোকিল দেখলাম । আমি এখন কানাডায় আছি , এখানে এত সব না দেখলে বড় অপুরণ থাকত জীবনে ।
আমরা এ পর্যায়ে আসতে পারব কি না সন্দেহ । কত উন্নত এরা একটা দিকে নয়-- বহুমুখী উন্নত । আমরা দেশে যা করছি মনে হয় ছেলেখেলা । বাস্তবে এখনো ঠিক পথে চলছি না !
কাব্যের প্রতিটি ছত্র মানবতার কথা, মুক্তির বার্তা, দ্রোহ ভরা কথা ।
প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভকামনা, শুভেচ্ছা অশেষ । ভাল থাকুন সদা ।
শুভকামনা সবসময়।