একটা দিন
হোক না শুধু বৃষ্টি,
গভীর নিম্নচাপে
সৃষ্টি হোক অনাসৃষ্টি।
খড়কুটো হয়ে
ভেসে যাক জীবনটা,
নিকষিত অন্ধকারই তো
আলোক সন্ধানের বার্তা।


মরীচিকার পৃথিবীতে
জীবন খোঁজে জীবনকে,
বিপরীত কালচক্রে
খোঁজ সংশোধনের প্রচেষ্টাকে।
মরেও মরেনি যারা
দলবদ্ধ সংহতির সাফল‍্যে,
আজও ধোঁয়াশায়
বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতাতে।


দশটা টাকার জন‍্য
করুণ আর্তি কিশোরীর,
গাড়ির কাঁচ নামে
অত‍্যন্ত অবহেলায়, মেটায় আবদার।
তারপর জুটে যায়
আরও আরেকজন একই দাবিতে,
তারপর একই প্রত‍্যাশায়
আরও অনেকে, নীরবে সারিবদ্ধভাবে।