একটা দিন
হোক না শুধু বৃষ্টি,
গভীর নিম্নচাপে
সৃষ্টি হোক অনাসৃষ্টি।
খড়কুটো হয়ে
ভেসে যাক জীবনটা,
নিকষিত অন্ধকারই তো
আলোক সন্ধানের বার্তা।
মরীচিকার পৃথিবীতে
জীবন খোঁজে জীবনকে,
বিপরীত কালচক্রে
খোঁজ সংশোধনের প্রচেষ্টাকে।
মরেও মরেনি যারা
দলবদ্ধ সংহতির সাফল্যে,
আজও ধোঁয়াশায়
বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতাতে।
দশটা টাকার জন্য
করুণ আর্তি কিশোরীর,
গাড়ির কাঁচ নামে
অত্যন্ত অবহেলায়, মেটায় আবদার।
তারপর জুটে যায়
আরও আরেকজন একই দাবিতে,
তারপর একই প্রত্যাশায়
আরও অনেকে, নীরবে সারিবদ্ধভাবে।
গভীর ভাবনার চাদর বিছিয়ে দিলেন মনের প্রান্তরে...অসাধারণ লেখা!
সুন্দর কবিতার জন্য অভিবাধন জানাই। সাথে- সারদীয় শিউলি ফুলের শুভেচ্ছা। অহর্নিস স্বজন সমেত নিরাপদ এবং ভাল থাকুন সম্মানিত কবি।
কবি আপনার লেখা খুব ভালো ভাবে পড়লাম, নিরাশ হওয়ার কিছুই নাই, যদি মানুষের সব প্রত্যাশা পূর্ণ হয়ে যায় তক্ষণ আর নতুন করে বাঁচতে ইচ্ছে করেও না। তাই নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে বাঁচার জন্য, কিছুটা অপূর্ণতা খারাপ না। অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সর্বদা।
নতুন কিছু বলার নেই
দেরীতে এসেছি ভাই...
শুধু বলব এই নীরব প্রত্যাশাই
বেঁচে থাকার আশা...
সংঘমিত্রা*****
ভাবছি ভগ্ন মানবতার ইতিকথা। শুকামনা রইল প্রিয় কবি।
যখন মানুষের প্রত্যাশা মরে যায়, মানুষ রিক্ত নিঃস্ব হয় মননে, আর কোন আশা বা নিরাশা কিছুই থাকেনা বোধ হয় তখনি মানুষ এমন ভাবনা ভাবতে পারে।
কবির কলম সেই মনে হয় বলে গেল -
" খড়কুটো হয়ে
ভেসে যাক জীবনটা, "
অন্য কোন প্রাণের কথা বুঝতে পারিনা, হয়ত তারাও বলে একই কথা।
এক গভীর বেদনার কাব্য রূপ।
ধ্বংসের পরে শুরু হোক নতুন করে। বেঁচে থাকার জমে ওঠা যন্ত্রণায় মানুষ এমন আকাঙ্খাই করে! কবি তো করবেই! "মরীচিকার পৃথিবীতে জীবন খোঁজে জীবনকে" দারুণ এক পঙক্তি লিখলেন! আমার শুধু ধোঁকা খাই। সংশোধনের চেষ্টা তো চলেই, না হলে বিলুপ্ত হতো মানব। "মরেও মরেনি যারা দলবদ্ধ সংহতির সাফল্যে" এখানে যেন মানব শক্তির কথাই বলা হচ্ছে পজিটিভলি। ইতিহাস তাই সাক্ষী দেয়। মামলার যোগসূত্রটি তেমন বুঝিনি। তবে ভীষণ মুগ্ধ করেছে শেষ স্তবক! একটি দৃশ্য, মননে দৃঢ়ভাবে চেপে বসলো। এখানে কোনো উত্তরণ দেখাননি, শুধু দেখিয়ে দিলেন সারিবদ্ধ তারা দাঁড়াচ্ছে! সমাজে যেরকম অংশ বা তাদের প্রত্যাশা থাকা উচিৎ ছিল না। আমাদের রাষ্ট্রের রাজনীতির চরম অক্ষমতার রূপকল্প দুঃস্বপ্ন যেন এটি একটি। অবহেলা যেন শুধু সে ধনবানের নয়, অন্ধ হয়ে থাকা রাষ্ট্রের, স্বার্থপর রাজনীতির, যারা চায় এই ভিক্ষুক প্রত্যাশা থাকুক। সবল করে রাখবে তাদের শাসন এই বৈষম্য। মুগ্ধকর এক কবিতা। অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
শুধুই প্রত্যাশা জীবনবোধের গভীরে।
অনুপম ভাবনার সুন্দর লেখনী।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় সম্মানিত কবি।
ভালো থাকুন সতত ।
তিনটি স্তবকে তিন রকমের প্রত্যাশা! তা আবার নীরবে! জীবন বোধ এবং মানবিক ভাবনার অপূর্ব নান্দনিক উপস্থাপনা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
বিস্ময়কর উপস্থাপন সুপ্রিয় কবি।
তিন স্তবক, তিন প্রত্যাশা, তিন রকম চাহিদা, তিনটাই নীরব।
চাহিদায় এক মিল খুঁজে পাই : সমাধান। প্রাপ্তির আনন্দ না হোক সান্ত্বনা।
ক্যানভাসে অনেক পরত। তাই পাঠোদ্ধারের চেষ্টায় চমকের পর চমক।
অভিনন্দন, সম্মানিত কবি।
প্রথম পঙক্তিতে হতাশার মাঝেও আশার আলো শেষ দুই পঙক্তিতে ভীষণ কষ্টের সুর! বিমুগ্ধ অনন্য কবিতা পাঠে।
অন্তহীন শুভেচ্ছা প্রিয় কবি।
রূপকতায় ভরপুর অনন্য সুন্দর অনবদ্য জীবনবোধের মননশীল কবিতা মন প্রাণ ছুঁয়ে গেলো ভীষণভাবে শ্রদ্ধেয় প্রিয় কবি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা থাকলো আপনার জন্য।
অসাধারণ জীবনবোধের মানবতাবাদী কবিতার প্রকাশ।
মরীচিকার পৃথিবীতে,
জীবন খোঁজে জীবনকে--- দারুন সৃষ্টি।
পড়ে মুগ্ধ হলাম।
আন্তরিক শুভেচ্ছা জানাই প্রিয় কবি।
তিনটি স্তবক, তিনরকমের আবহ। ভেতরে ফেনিল কষ্টের উৎগীরন। সমসাময়িক বাস্তবতার বিচ্ছুরণ।
তীব্র খেদোক্তি অথচ বাঁচবার আকুল প্রার্থনা।
মুগ্ধ হলাম কবি।
রূপকের ব্যবহারে চমৎকার কবিতায়।। সুন্দর নিবেদন।।ভীষণ ভালো লাগলো।।হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি।।
শেষের স্তবক , চরম অধঃগতির দৃশ্য , মানবতার অবমূল্যায়ন ।
দেশে সব আছে, নেই বুদ্ধিমত্তার সুষ্ঠু ব্যবস্থা , চলমান চোখ ধাঁধাঁনো কিছু আড়ম্বর । সমাজকে বোকা বানানো সার ।
সুন্দর রূপকে , শুদ্ধ দেশকাল বিচার , তার সুন্দর প্রকাশ , মুগ্ধ ।
প্রবুদ্ধ প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা জানাই, ভাল থাকুন সদা ।
"মরেও মরেনি যারা.....
মরীচিকার পৃথিবীতে,
জীবন খোঁজে জীবনকে।"
🙏🙏🙏
রূপকের আড়ালে দারুণ আবেগঘন জীবনমুখী ভাবনার বিবিধ কবিতা, ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনবদ্য লেখনি।ভীষন ভালো লাগলো,
চমৎকার জীবনমুখী রুপকের সন্নিবেশ পাঠে মুগ্ধতা রাখিলাম ধন্যবাদ।
আপনার অনবদ্য কবিতাটি পড়ে মন ছুঁয়ে গেলো ।। আপনি পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন ।। শুভ কামনা অবিরত ।। শুভ রাত্রি প্রিয় কবি