সবুজ কথার ঝড় উঠেছিল
অন্তহীন দিশেহারা নৈকট‍্যের সাম্রাজ‍্যে,
আর উঠেছিল পরতে পরতে
আকাঙ্ক্ষার কালবৈশাখী।
তারপরেও মৌনী পর্বতটাকে
আড়াল করতে পারেনি ঘন কুয়াশা।


নিক্তির একটা পাল্লা ঝুঁকে পড়ছিল
হাহাকার অনুনাদের বিভ্রান্তিকর অস্বস্তিতে,
ঠিক তখনই উদ্দাম নটরাজ, নৃত‍্যের তালে তালে
ডিম পাড়া দুঃখগুলোকে, করে দিল বাস্তুহারা।
কাশফুলের দোলায়, শিউলির সৌরভে,
মহালয়ার প্রত্যুষে শুরু, দেবীর আগমনী বন্দনা।


রুচিশীল স্থাপত‍্য এবং কৃষ্টির ঘনিষ্ঠতায়,
প‍্যাণ্ডেলে প‍্যাণ্ডেলে বৈদিক মন্ত্রোচ্চারণে,
দেবী দূর্গার আরাধনায় ভাসমান পরম পবিত্রতা।
শ্রেষ্ঠত্বের শিরোপা কে পাবে, তারই আলোচনায়
কোলকাতার ঐতিহ্যবাহী শহুরে বনেদিআনা।
সোনার ডিম পাড়া ছুটিগুলো, আনন্দে আত্মহারা।