বড় বড় যোগ আর বিয়োগ
হাতে ধরার ভীষণ বিপদ,
ভুলের ফাঁদে জড়িয়ে পড়ার
কি আছে দরকার?
অঙ্ক তুই আমার মতো হ।


বন্ধনীর আর নেই যে শেষ
বাঁদর ওঠে বাঁশের শেষ,
ঘুরতে ঘুরতে জীবন শেষ
মিলছে কি তাও শেষমেষ?
অঙ্ক তুই আমার মতো হ।


সিঁড়ি ভাঙ্গায় হাঁপের ভয়
জটিল কি আর সরল হয়?
বাবার বয়স, দাদার বয়স
সবার খাতায় এক কি হয়?
অঙ্ক তুই আমার মতো হ।


কি হবে আর অঙ্ক কষে
শক্ত শক্ত হিসেব করে,
দিন আর রাত তো থাকবে ঠিক
ট্রেন ও তো চলবে কু ঝিক ঝিক।
অঙ্ক তুই আমার মতোই হ।


আমরা সবাই সোনামনা
সরল সিধা মুক্তমনা,
সবুজ মাঠে ফসল বোনা
সারা জীবন তা না না না,
কঠিন অঙ্ক? ওরে বাবা, না না।