দিগ্বিদিক জ্ঞানশুণ‍্য হয়ে হাঁটতে হাঁটতে
যখন সম্বিত ফিরে আসে,
তখন কতদূরে চলে এসেছি অজানা মোহতে
তারই হিসেব কষতে বসে,
কিংকর্তব্যবিমূঢ় হয়ে ফেরা, সেই মোহাবিষ্ট জীবনেই!
আবার চলা শুরু, এই বিশ্ব পেরিয়ে অন‍‍্য বিশ্বে।


ছোট ছোট কারুকার্যে সমৃদ্ধ জীবন
যদি বলতে দেওয়া হয়,
এক আকাশ তারার কথা বললেও
খুবই সামান‍্য বলা হয়,
তাও বলার ইচ্ছে থাকলেই তো আর বলা যায় না
শোনার মত অবসর তো কারুর থাকেই না।


নিজের ইচ্ছে মতো জীবনটা চেপে রেখে
স্রোতে গা ভাসিয়ে দিয়ে,
ভেসে যাওয়া বছরের পর বছর অনাসক্তিতে,
শান্তির ঠিকানা থেকে বহুদূরে......
পরিবর্তিত পরিবেশে, অগত‍্যা মানিয়ে নিতে নিতে,
অনুভূতিগুলো কখন যেন হারিয়ে যায় অসীমে।