একটা ঝড় জীবনটাকে করল তছনছ,
কিন্তু স্থায়িত্ব ছিল অসম্ভব কম,
কয়েকটা ঘন্টাই তো ছিল, তাতেই শেষ।
তারপর তো কত দিন পার হয়েই গেল,
এসেছিল আবার বৃষ্টি, ঝড়, তুফান, প্লাবন,
কিছুই খোয়া যায় নি তাতে,
কিছু তো হারাবার ছিলই না,
শুধু বসে থাকা, নির্বাক দৃষ্টিতে, চূর্ণ বিচূর্ণ হয়ে।


বন্ধু? হ‍্যাঁ আছে, দুটো কুকুর আর পাড়া পড়শিরা,
শত্রু? তাও আছে জরা, ব‍্যাধি, ক্ষুধা, অনিশ্চয়তা,
অপেক্ষা? আছে তো, অনন্ত শুণ‍্যর জন‍্য,আমৃত‍্যু,
আচ্ছা, অনাহারে মৃত‍্যু বরণ করেন না কেন?
হয়ত সেটাই ওনার ভবিষ্যৎ,
তাও, উনি দেখে যেতে চান মৃত‍্যুর সময় পর্যন্ত-
ওনার সাথে কে কে নিজের হয়ে কাছে থাকবে?
মৃত‍্যুর ঠিক আগে কে কে চোখের জল ফেলবে?
সেইজন‍্যই হয়তো কুকুর দুটোকে সাথে রেখেছেন।